× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শেষের পাতা

মানবজমিন ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী প্রায় ৫০০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তারা প্রাণবাজি রেখে ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। এসময় কোস্টগার্ড দুজনের মরদেহও উদ্ধার করে।

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, লিবিয়া উপকূলে গত তিনদিন ধরে চলা উদ্ধার অভিযানে বাংলাদেশিসহ পাঁচশ’ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক। পৃথক চারটি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। রোববার ভাসমান একটি নৌকায় দুইজনের মৃতদেহ পাওয়া যায়।

এরপর অভিযান চালিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জনকে উদ্ধার করা হয়। লিবিয়ার নৌবাহিনীর অনুরোধে দু’টি মার্চেন্ট জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়।
প্রথম দফায় উদ্ধার হওয়া ১৪০ জনের মধ্যে ২৫ জন নারী এবং দু’জন শিশু। ইতালি সরকার জানিয়েছে, তারা লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যাতে প্রয়োজনে তারা উদ্ধার অভিযানে সাহায্য করতে পারে। রোমে মন্ত্রীদের কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্র কিছুদিন অশান্ত থাকার পর গত তিন-চারদিন বেশ শান্ত ছিল। আর সেই সুযোগটি নিয়েছে এই অভিবাসনপ্রত্যাশীরা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সামপ্রতিক সময়ে ভূমধ্যসাগরে পানিতে ডুবে অন্তত ১৭০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য থাকে লিবীয় উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরের দেশ ইতালিতে পৌঁছানো। প্রতি বছর লাখো অভিবাসনপ্রত্যাশী এই পথেই ইতালিতে প্রবেশ করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর