× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়পুর উৎসবে পুরস্কৃত ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ এবার ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে’ অর্জন করেছে। ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা।’ গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। তার আগে গেল অক্টোবরে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির। ইমপ্রেস  টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন জানান, ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি সম্পন্ন হয়েছে ১৮ই জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটিকে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে। যা ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যার ষোলকলা পূর্ণ হলো পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে। ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সঙ্গে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠে ‘ইতি,  তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিতে।
যে ১১ জন নির্মাণ করেছেন ছবিটি তারা হলেনÑ গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর