রাজধানীর বাড্ডা থানা এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মধ্যবাড্ডার ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম জিন্নাহ বেগম। তার স্বামীর নাম জাফর আলী। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। পরিবারটি বাড্ডা এলাকায় বসবাস করত।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে মা ও ছেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক এসে ওই নারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নাম প্রকাশে অনিচ্ছুক
১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ১১:০২সরকার যদি কঠিন নিয়ম করে সমস্যার গভীরে ঢোকে তবে সমাধান হতে বাধ্য।না বলে কোনোও শব্দ নাই।হয় দুদিন আগে আর নয়তো দুদিন পরে।কিন্তু জয় আসবেই। বিষয় হলো শুদ্ধিকরণ করতে হলে সরষের ভূত তাড়াতে হবে আগে।