× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আপাতত এতে বাণিজ্যিক উদ্দেশ্য নেই’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে যাত্রা শুরু হয় নাসরিন আক্তার বিউটির। সেই আয়োজনে তিনি লালন ও ফোক গানে নিজেকে দারুণভাবে মেলে ধরেন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করার পর সংগীত জগতে নিয়মিত হন বিউটি। তার কণ্ঠে জনপ্রিয়তা পায় একাধিক ফোক গান। পাশাপাশি লালনের গান তার কণ্ঠে অন্যরকম মোহ সৃষ্টি করে শ্রোতাদের হৃদয়ে। এ যাবৎ বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে বিউটির। সে সঙ্গে চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত তিনি।
পাশাপাশি স্বামী, সন্তান ও সংসার নিয়েও সময় কাটছে তার। সব মিলিয়ে কেমন আছেন? উত্তরে বিউটি বলেন, বেশ ভালো। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় গান নিয়েই আছি। পরিবার ও গান এই নিয়েই আমার জগৎ। এর বাইরে নিজেকে ভাবতে পারি না। এখন ব্যস্ততা কি নিয়ে? বিউটি বলেন, টানা শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। বিভিন্ন জায়গায় শো করা আমি বেশ উপভোগও করি। কারণ, এক্ষেত্রে শ্রোতাদের সাড়া সরাসরি পাওয়া যায়। আর নতুন গানের কি খবর? বিউটি বলেন, বেশ কিছু নতুন গান  করছি। লালন ও ফোক গান নিয়ে কাজ চলছে। সামনে নির্দিষ্ট সময় পর পর গানগুলো প্রকাশ করবো। ইউটিউব চ্যানেল তো করেছেন? সে বিষয়ে বলুন। বিউটি বলেন, এখন ডিজিটাল যুগ। গানও ডিজিটালি প্রকাশ হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এ ধারায় এগিয়ে যাচ্ছি। আমি ক’দিন আগে একটি ইউটিউব চ্যানেল খুলেছি। তবে আপাতত এতে বাণিজ্যিক উদ্দেশ্য নেই। কারণ, আমার বিভিন্ন গান বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো সংগ্রহ করে এখানে প্রকাশ করছি। শ্রোতারা যেন আমার সব গান এক জায়গায় পায় সেজন্যই চ্যানেল করেছি। নাম দিয়েছি ‘বিউটি অফিসিয়াল’। ইতিমধ্যে বেশ কিছু গান আপলোড করেছি। আমার ভক্ত-শ্রোতারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করছে ধীরে ধীরে। চ্যানেলটি নিয়ে পরে বাণিজ্যিক চিন্তাভাবনা আছে। তবে তার আগে চাই চ্যানেলটির সাবস্ক্রাইবার বাড়াতে। এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? বিউটি বলেন, এখন তো মোটামুটি ভালো। সবাই ডিজিটালি গান প্রকাশ করছে। অ্যালবাম তো প্রায় বিলুপ্ত। সিডির বদলে ইউটিউব জনপ্রিয় হয়েছে। একটা বড় পরিবর্তন আমাদের সংগীত ইন্ডাস্ট্রিতে হয়েছে। আর আমরা এরইমধ্যে ডিজিটালি গান প্রকাশে অভ্যস্ত হচ্ছি। এটা ইতিবাচক দিক। তাছাড়া নিজের গান নিজেই প্রকাশ করা যাচ্ছে। কোম্পানির ওপর নির্ভর হওয়া লাগছে না। এটাও কিন্তু খুব ভালো বিষয়। আমি বিশ্বাস করি এমন করেই ইন্ডাস্ট্রির অবস্থা আরো ভালোর দিকে যাবে। লালনের গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে? বিউটি বলেন, লালনের গান হলো আমাদের শেকড়ের গান। সেই শুরু থেকে আমি লালনের গান করি। প্রতিটি শোতেও আমি লালনের গান করি। অন্যরকম একটি ভালোবাসা লালনের গানের প্রতি রয়েছে আমার। তাই আমি লালনের গান নিয়ে অবশ্যই কাজ করে যেতে চাই। নিয়মিত লালনের গান নিজের কণ্ঠে তুলতে চাই। সামনে লালনের একটি অ্যালবাম করারও ইচ্ছে রয়েছে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? বিউটি বলেন, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। পরিবারকে আমি সব সময় বেশি সময় দেয়ার চেষ্টা করি। আর আমার স্বামীর সহযোগিতা ও উৎসাহ শতভাগ পেয়ে আসছি। ছেলে রায়াতকে নিয়েও আমার সময় চলে যায়। ও বড় হচ্ছে। ওর যত্ন নেয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আমার ছেলেকে তাই যথেষ্ট সময় দেয়ার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সব সময় এভাবেই ভালো থাকতে পারি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর