× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

১৫-তে ‘ধ্রুবতারা’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

২০০৫ সালের ভালোবাসা দিবসে এসআই টুটুল ও পার্থ মজুমদারের উদ্যোগে ব্যান্ড ‘ধ্রুবতারা’র যাত্রা শুরু হয়েছিল। তবে সে সময় এই ব্যান্ডের নাম ছিল ‘ফেস টু ফেস’। কিন্তু ২০০৮ সালে প্রয়াত বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরামর্শে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ধ্রুবতারা’। ব্যান্ডটির অন্যতম সদস্য এসআই টুটুল বলেন, দেখতে দেখতে ‘ধ্রুবতারা’ আজ ১৫ বছরে অর্থাৎ দেড় দশকে পা দিলো। দিনটিতে ব্যান্ডের ছয়জন আজ সন্ধ্যার পর রাজধানীর উত্তরাতে এক পারিবারিক আড্ডায় অংশ নেবেন বলে জানান এসআই টুটুল। তিনি বলেন, আমাদের ব্যান্ড ‘ধ্রুবতারা’ হুমায়ূন স্যার ও আমার শ্রদ্ধেয় গুরু আইয়ুব বাচ্চুর স্নেহ বুকে নিয়ে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটি শো-তে হুমায়ূন স্যার ও বাচ্চু ভাইকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করতে। আরেকটি কথা বলতে চাই, আজ থেকে ধ্রুবতারার ইউটিউব চ্যানেলে ‘ধ্রুবতারা ব্যান্ড’ চালু হতে যাচ্ছে।
ধ্রুবতারার কোনো গান কারো কাছে স্বত্ব বিক্রি করে দেয়া হয়নি। যদি কেউ আমাদের গান আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অভিযোগ করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এখনই যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত বাজারে ‘ধ্রুবতারা’র দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে। একটি ‘ধ্রুবতারা’ ও অন্যটি ‘দুঃখপোকা’। ‘ধ্রুবতারা’র লাইনআপ হচ্ছে বেজ গিটার ও ব্যান্ড লিডার পার্থ মজুমদার, লিড গিটারে সেলিমুজ্জামান শেলী, ড্রামসে মুজিব উদ্দৌলা মুজু, উড উইন্ড ইনস্ট্রুম্যান্টে সাঈদ হাসান বাবু, কী বোর্ডে নাদিম এবং ভোকাল-সেকেন্ড লিড গিটারে এসআই টুটুল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর