× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ভালোবাসা কারে কয়

বিনোদন

গ্রন্থনায় বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

বিশ্ব ভালোবাসা দিবস আজ। অন্যান্য দেশের মতো আমাদের এখানেও দিনটি উৎসব আয়োজনে উদযাপিত হচ্ছে। ভালোবাসা নিয়ে দেশে দেশে শোবিজ তারকাদের রয়েছে দারুণ অনুভূতি ও অভিজ্ঞতা। আমাদের তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। মানবজমিনের এ আয়োজনে ভালোবাসা নিয়ে কথা বলেছেন তেমনই ক’জন তারকা।

ফেরদৌস
ভালোবাসা একটা অনুভূতি। এটাকে আসলে সংজ্ঞা দেয়াটা ঠিক হবে না। তবে এটা ঠিক, যদি পর্দায় দেখাতে হয়, তখন অনেক অনুষঙ্গ চলে আসে।
হয়তো ফুল দেয়া বা কবিতা আবৃত্তি। তবে এটা মূলত একটা অনুভূতি একে বলে প্রকাশ করা সম্ভব না।

অমিতাভ রেজা চৌধুরী
ভালোবাসা হলো এক রকম বিক্রিয়া, যা অনুভূতি তৈরি করে।  সেই অনুভূতি সেই মুহূর্তকে ভালো লাগায়, সেই ভালো লাগা মানুষ বার বার পেতে চায়। আমার সেই অনুভূতি তৈরি হয় বিভিন্ন সময়, সেটা শুধু নারীর সঙ্গে হয় না, কখনো হয় শহরের সঙ্গে, কখনো আমার চিত্রগ্রাহকের সঙ্গে, কখনো সম্পাদকের সঙ্গে, কখনো আমার চিন্তার চরিত্র রূপান্তর করতে আসা কোনো অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে।

হাবিব
ভালোবাসার ব্যাখ্যা দেয়া কঠিন একটা বিষয়। আমার কাছে মনে হয়, এটা অনেক পবিত্র একটি বিষয়। স্বাধীনতার মতো, এটা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন।

বিদ্যা সিনহা সাহা মিম
আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব। বন্ধুত্ব না হলে ভালোবাসা হয় না। মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ভালোবাসাকে ধারণ করে থাকে। যেখানে বন্ধুত্ব নেই সেখানে ভালোবাসাও নেই।

কনা
আমার দৃষ্টিতে ভালোবাসা হচ্ছে ভালোবাসা অথবা ভালো বাসা। ভালোবাসাবাসি ছক বেঁধে হয় না। একটি দিন পৃথিবীজুড়ে ঘটা করে ভালোবাসার উৎসব করা হয়, এটাও উপভোগ করি।

মৌসুমী হামিদ
ভালোবাসার কোনো সংজ্ঞা আমার জানা নাই। ভালোবাসা হচ্ছে একগুচ্ছ অনুভূতি। এই যে আমি ভালোবাসা নিয়ে কথা বলছি, আমার বুকে চিনচিন করে ব্যথা করছে। ভালোবাসার মানুষগুলো চোখের সামনে চলে আসছে। আসলে ভালোবাসা কখনো ফুরোয় না। ভালোবাসা থাকে। হয়তো একটা মানুষ হারায়, অন্য আরেকটা মানুষ আসে কিন্তু ভালোবাসা থাকে।

ইমরান
ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যার কারণে পুরো পৃথিবী টিকে আছে। সেটা হতে পারে মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা,  প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রভৃতি। আমি মনে করি, এই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস।

নুসরাত ফারিয়া
ভালোবাসা আমার কাছে শান্তির ব্যাপার। সেটা যেখান থেকেই আসুক না কেন। হতে পারে কাজ, কোনো মানুষের কাছ থেকে। যে কাজটা করে শান্তি পাবো না, সেখানে নিশ্চিতভাবে ভালোবাসা থাকে না। আবার না ভালো বাসলে কোনো কাজও তো করা যায় না!

এফএস নাঈম
ভালোবাসার মূল কথা বোঝানো সম্ভব নয়। কারও জন্য অপেক্ষা, কারও হাত শক্ত করে ধরে থাকা, ছায়াসঙ্গীর মতো থাকতে পারা সবই তো ভালোবাসা।

নিরব
ভালোবাসা হচ্ছে কোনো কাজ বা মানুষ, যেটার প্রতি মনোসংযোগ বা ঘনিষ্ঠতা থাকে সবচেয়ে বেশি। আবার ভালোবাসার মানুষ না থাকলেও কাজের প্রতি কারো আসক্তিই তার ভালোবাসা। কাজটা এমনই ব্যাপার, যেটাতে আমি নিজেকে যুক্ত করেছি বা যুক্ত হতে বাধ্য হয়েছি। ভালোবাসাতো দেখা যায় না, এটা অনুভবের ব্যাপার। এটা যার যার ওপর নির্ভর করে।

তানজিন তিশা
আমার কাছে পরিবারই ভালোবাসা এবং এটা প্রতিদিনের। তবে ভালোবাসা দিবসের আরও বিশেষ কারণ সবাই এদিনকে আলাদাভাবে উদযাপন করতে চায়।

আনিসুর রহমান মিলন
ভালোবাসার সংজ্ঞাটা যে আসলে কী! তবু বলব এর মানে দায়িত্ববোধ, সম্মান, শ্রদ্ধা ও সর্বোপরি বিশ্বাস। এটা শুধু প্রেমিকার জন্য হতে হবে এমন কথা নেই। এটা বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্ত, পরিচিত-অপরিচিত সবার জন্য হতে পারে।

সাইমন সাদিক
আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রিয়জনকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। বছরের শুধুমাত্র একটি দিনই যদি আমরা ভালোবাসি তাহলে বছরের বাকি দিনগুলোতে কি আমরা প্রিয়জনকে ভালোবাসি না? নিশ্চয়ই তা নয়। আমার কাছে প্রিয়জনের জন্য ভালোবাসা প্রতিদিনের প্রতিটি মুহূর্তের।

বাপ্পি
আপনি যেমন আকাশের সীমানা মাপতে পারেন না কিংবা আটলান্টিক সাগরের গভীরতা সঠিক বলতে পারেন না- আমার কাছে ভালোবাসার সংজ্ঞা তাই। ভালোবাসলে কোনো কিছু বিচার বিবেচনা করে হয় না। এটা সংজ্ঞাহীন।

পিয়া বিপাশা
আমি একটু ঘুরিয়ে বলতে চাই। আমার তো মনে হয়, পরিবারের ভালোবাসাই মূল। ১৪ তারিখে ভালোবাসা দিবস বেশ ঘটা করে পালন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাকি দিনগুলোর ভালোবাসা। আর ব্যক্তিগতভাবে মনে হয়, ১৪ তারিখ বাদ দিয়ে অন্য দিনগুলোই প্রকৃত ভালোবাসার দিন!

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর