× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ডি মারিয়ার প্রতি আচরণে হতবাক পিএসজি কোচ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ডি মারিয়া যে ম্যানইউ সমর্থকদের এমন চক্ষুশূলে পরিণত হবেন তা ভাবতেও পারেননি পিএসজির জার্মান কোচ টমাস টুকেল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ম্যানইউ সমর্থকদের সঙ্গে ডি মারিয়ার ভালো সম্পর্ক রয়েছে। সে কিছুটা স্নায়ুচাপে ছিল এবং প্রথমার্ধের পর জ্বলে ওঠে। বরাবরের মতোই ডি মারিয়ার আত্মবিশ্বাস ধরে রাখার মানসিকতায় আমি খুবই খুশি। তার ওপর সহজেই নির্ভর করা যায় কারণ সে কঠোর পরিশ্রমী। আপনি তাকে উত্ত্যক্ত করে দুর্বল করতে পারবেন না।’ এদিকে, ডি মারিয়াকে লক্ষ্য করে মাঠে বোতল ছুঁড়ে মারার ঘটনায় ইউয়েফার শাস্তির মুখে পড়তে পারে ম্যানইউ। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে সে সময়ের রেকর্ড বৃটিশ ট্রান্সফার ফি ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউতে যোগ দেন ডি মারিয়া। রেড ডেভিল সমর্থকরাও যেন তাদের ‘নতুন ক্রিস্টিয়ানো রোনালদো’ পেয়ে যান।
কিন্তু ইংল্যান্ডে মানিয়ে নিতে পারেনি ডি মারিয়ার পরিবার। যার প্রভাব পড়ে তার পারফরম্যান্সে। দূরত্ব বাড়ে কোচ লুইস ফন গালের সঙ্গে। শেষ পর্যন্ত ১ বছরেই শেষ হয় ডি মারিয়ার ইংল্যান্ড-অভিযান। পিএসজিতে যোগ দেয়ার পর ম্যানইউ সমর্থকদের নিয়ে নিজের অসন্তোষের কথাও প্রকাশ করেন ডি মারিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর