× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

৯ মিনিটের থ্রিলারে রোমার নায়ক জানিওলো

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল গোলশূন্য। আর ৯ মিনিটের মধ্যেই ৩ গোল দেখে এএস রোমা ও এফসি পোর্তো। মঙ্গলবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ শোলো রাউন্ডের প্রথম লেগে রোমার ২-১ গোলে জয়ের নায়ক নিকোলো জানিওলা। ইতালির সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। ম্যাচের ৮৭ মিনিটে মাঠ ছাড়ার সময় জানিওলোকে দাঁড়িয়ে সম্মান দেখায় রোমা সমর্থকরা। এই মৌসুমেই ইন্টার মিলানকে থেকে জানিওলোকে দলে ভেড়ায় রোমা। গত বছরের সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে রোমার জার্সিতে তার অভিষেক হয়। পোর্তোর বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে এডিন জেকোর পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরাস্ত করেন জানিওলো।
যা চ্যাম্পিয়ন্স লীগে মারিও বালোতেল্লির পর ইতালির কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের কীর্তি। ৬ মিনিট পর বসনিয়া ফরোয়ার্ড জেকোর শট বারে লেগে ফিরে আসে। আর ফিরতি বল থেকে ফিনিশিং টানেন জানিওলো। ৭৯ মিনিটে পোর্তোর হয়ে একটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজ। শেষ পর্যন্ত নিজেদের ২৭তম ম্যাচে প্রথম হার (টাইব্রেকার ছাড়া) এড়াতে পারেনি পোর্তো। চ্যাম্পিয়ন্স লীগের এবারের আসরে গ্রুপ পর্বে অপরাজিত (৫ জয়, ১ ড্র) থেকে নকআউট পর্বে পা রাখে পর্তুগিজ ক্লাবটি। আগামী ৬ই মার্চ দ্বিতীয় লেগে পোর্তোর মাঠে নামবে গতবারের সেমিফাইনালিস্ট রোমা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর