× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বব্যাপী টেকনিক্যাল টেক্সটাইলের অংশ ক্রমেই বাড়ছে

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

বিশ্বব্যাপী টেক্সটাইল উত্পাদনে টেকনিক্যাল টেক্সটাইলের অংশ ক্রমেই বাড়ছে। বর্তমানে এটি ২৭ শতাংশ। ২০২০ সালের মধ্যে এই বাজার দ্বিগুণ বাড়বে এবং যার আকার দাঁড়াবে ১৭৫ বিলিয়ন ডলার। যেখানে ২০০০ সালে এই বাজারের আকার ছিল ৯৩ বিলিয়ন ডলার।
রবিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ভিডিএমএ'র চেয়ারম্যান গুন্টার ফাইট। মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানান হয়, আগামী ১৪ থেকে ১৭ মে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস প্রদর্শনী। নতুন নতুন প্রযুক্তি ও নানা উদ্ভাবনের সমন্বয় থাকছে এ প্রদর্শনীতে। সংবাদ সম্মেলনে জানান হয়, গত বছরের মেসে ফ্রাঙ্কফুর্টের প্রদর্শনীগুলোতে সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২ হাজার প্রদর্শক এবং ৫ লাখ ২০ হাজার বাণিজ্য প্রতিনিধি অংশ নেন। আগামী টেকনিক্যাল টেক্সটাইলের মধ্যে জিও টেক্সটাইল, মেডিক্যাল, সেফটি এবং সিকিউরিটি পোশাক, প্রতিরক্ষামূলক পোশাক এবং খেলাধুলার উপযোগী কাপড়ের প্রদর্শনী থাকবে।
বাংলাদেশ থেকেও বেশ কয়েটি কোম্পানি এতে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের সিইও ওমর সালাউদ্দিন, কর্মকর্তা রুমানা আফরোজ, জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ফাইটের সিনিয়র সেলস ম্যানেজার আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর