× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

এসএনসি-লাভালিন বিতর্কে সংকটে ট্রুডো সরকার

শেষের পাতা

মানবজমিন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

এসএনসি-লাভালিন বিতর্কে সংকটে জড়িয়ে পড়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার। মঙ্গলবার আইনমন্ত্রী  জোডি উইলসন-রেবোল্ডের অকস্মাৎ পদত্যাগের ফলে এমন বিতর্ক আরো  জোরালো হয়েছে।  

এসএনসি-লাভালিন ইস্যুতে অনিয়মের বিচারে ওই মন্ত্রীকে ট্রুডোর অফিস চাপ দিয়েছিল কিনা সে বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাওয়া হয়। এমন দাবি ওঠে বহুকণ্ঠে। এরপরই আকস্মিকভাবে পদত্যাগ করেন ওই মন্ত্রী। এমন পদত্যাগকে বিস্ময়কর ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে কানাডার পত্রিকা ফিলস্টার।

এতে বলা হয়, এসএনসি-লাভালিন ইস্যুতে ফৌজদারি বিচার চলছে কানাডায়। ওই বিচারে হস্তক্ষেপ করতে প্রধানমন্ত্রী ট্রুডোর অফিস  থেকে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এমন অভিযোগ তোলা হয়েছে।
এসএনসি-লাভালিন হলো কানাডার মন্ট্রিলভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা বিভিন্ন দেশে নির্মাণ কাজে অংশ নিয়ে থাকে। বিশেষ করে, বাংলাদেশের পদ্মাসেতু ইস্যুতে তাদের নাম উঠে এসেছিল। তা নিয়ে এদেশে ব্যাপক বিতর্ক আছে। ফিলস্টার লিখেছে, লিবিয়ায় ক্ষমতায় থাকা সাবেক স্ট্রংম্যান মুয়াম্মার গাদ্দাফি আমলে লিবিয়ার কাছ থেকে সরকারি কাজের চুক্তি বাগিয়ে নেয়ার জন্য এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ঘুষ দিয়েছিলেন। এ নিয়ে ব্যাপক বিতর্ক কানাডায়। বিষয়টি আদালতে উঠেছে। সেই বিচারে জোডি উইলসন-বোল্ডকে দিয়ে হস্তক্ষেপের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করা হয়েছে ট্রুডো সরকারের বিরুদ্ধে। তাদেরকে এ বিষয়ে পরিষ্কার জবাব দিতে দাবি উঠেছে বিভিন্ন মহল  থেকে।

কানাডার আদিবাসী বিষয়ক ফার্স্ট অ্যাটর্নি জেনারেল জোডি উইলসন- রেবোল্ড। পরে তাকে করা হয় আইনমন্ত্রী। তিনি মঙ্গলবার টুইটারে আকস্মিক ঘোষণা দেন ভারাক্রান্ত হৃদয়ে তিনি মন্ত্রিপরিষদ ত্যাগ করছেন। তার এ ঘোষণায় বিস্মিত, হতবাক জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, আমার সরকার যথাযথভাবে এবং সব আইন অনুসরণ করে কাজ করেছে। গত মাসে জোডি উইলসন-রেবোল্ডকে পদমর্যাদা বাড়িয়ে দেয়া হয়। এর অর্থ এই নয় যে, তাকে ট্রুডোর সরাসরি আনুগত্যে আনার চেষ্টা করা হয়েছে।

এসএনসি-লাভালিনের বিরুদ্ধে থাকা এই অভিযোগ কোমপানিটির জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে কোমপানিটি আগামী ১০ বছরের জন্য রাষ্ট্রীয় সব ধরনের চুক্তির অযোগ্য হিসেবে ঘোষিত হবে। সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে কোমপানিটি ৫০টিরও অধিক বৈঠক করেছে। সেখানে এই অভিযোগকে বিশেষ চুক্তির আওতায় নিয়ে যাওয়ার জন্যও অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে  কোনো কোমপানির বিরুদ্ধে থাকা অভিযোগের পরিবর্তে দোষের স্বীকারোক্তি ও ক্ষতিপূরণ বাবদ জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধে না জড়ানোর প্রতিশ্রুতি দিতে হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর