× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘আমি মাফিয়া চক্রের প্রধান’

বিনোদন

কামরুজ্জামান মিলু
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

চিত্রনায়িকা আঁচল বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এর আগে প্রথমবারের মতো ‘ইন্দুবালা’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেন তিনি। এটা তার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ। গতকাল মুঠোফোনে ইন্দোনেশিয়া থেকে জানালেন নতুন এই কাজের অভিজ্ঞতার কথা। আঁচল বলেন, গত বছরের শেষদিকে বেশ বড় বাজেটের ‘ইন্দুবালা’ নামের একটি ওয়েব সিরিজে প্রথম কাজ করেছিলাম। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। ‘ইন্দুবালা’র কাহিনি ছিল একটু ভিন্ন ধরনের। এখানে আমি সিআইডি পুলিশের চরিত্রে অভিনয় করেছি।
এবার একই নির্মাতার নতুন ওয়েব সিরিজের কাজ করছি। এর নাম ‘জার্নি’। নানান অপরাধের সঙ্গে জড়িত থাকা একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি এতে। ইন্দোনেশিয়াতে রয়েছে তার মাদক ব্যবসা। সেখানেই পুলিশ অফিসার ইমতুর কাছে ধরা পড়ি আমি। এটা ‘জার্নি’র কাহিনি। কাজটি করে বেশ ভালো লাগছে। সিনেমার কাছাকাছি বাজেট থাকে ওয়েব সিরিজের। সিনেস্পটে দর্শক দেখতে পাবেন এটি। ‘জার্নি’ নিয়ে আঁচল আরো বলেন, নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা যাবে আমাকে। অর্থাৎ আমি হচ্ছি একের ভিতরে দুই। আামার পরিচয় আমি মাফিয়া চক্রের প্রধান। নানান অপরাধ করার এক পর্যায়ে ফাঁদে ফেলে পুলিশ অফিসার ইমতু আমাকে আটক করে। এভাবেই এর গল্প এগিয়ে যায়। অনন্য মামুন পরিচালিত এ ওয়েব সিরিজে আঁচল-ইমতু ছাড়াও অভিনয় করছেন বিপাশা কবির, এ্যানি খান, পাপিয়া, সানজু জন ও রিও প্রমুখ। গত ৪ঠা ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এটার পর অনন্য মামুনের ‘ধোকা’ নামে আরেকটি ওয়েব সিরিজের শুটিং করব। সেটাতে আমার বিপরীতে সানজু জন অভিনয় করবে। শুটিং শেষ করে ২০শে ফেব্রুয়ারি দেশে ফিরব। এদিকে গত ৮ই ফেব্রুয়ারি আঁচল অভিনীত এবং তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পায়। অনেকদিন পর আঁচলের ছবি মুক্তি পেল। এটি নিয়ে তিনি বলেন, ভালো গল্পের ছবি। এতে রোমান্টিক গানের পাশাপাশি অ্যাকশন দৃশেও আমি কাজ করেছি। যতটুকু খবর পেয়েছি ছবিটি দর্শকরা পছন্দ করছে। আমি দেশের বাইরে থাকার কারণে রেসপন্স সম্পর্কে খুব একটা কিছু বলতে পারব না। এদিকে বালি যাওয়ার আগে এফডিসিতে ‘রাগী’ নামে একটি ছবির কাজ করেছেন আঁচল। এ ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। আঁচল বলেন, এফডিসির নয় নম্বর ফ্লোরে এ ছবির শুটিং হয়েছে। তিনদিন এফডিসিতে শুটিং করার পর পুবাইলেও কাজ করেছি। এ ছবিতে আমার বিপরীতে আবীর ও সনি রহমান অভিনয় করেছেন। ছবিতে মুনমুন আপুও রয়েছেন। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। অনেক ভালো একজন অভিনেত্রী ও ভালো মনের মানুষ মুনমুন আপু। কাজটি করে ভালো লেগেছে। আমি নতুন এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন আঁচল। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘ধাড়াল’সহ সবশেষ ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পায়। এ পর্যন্ত শাকিব খান, আরিফিন শুভ, ইমন, বাপ্পিসহ অনেক নায়কের বিপরীতে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন আঁচল। সামনে নতুন কি ছবিতে তাকে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘প্রিয়জন প্রয়োজন’ ছবিতে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। ফিরে এসে এ ছবির শুটিং শুরু করব। ছবিটির চিত্রনাট্যকার ভারতের এনকে সলিল। ছবিতে নজরুল রাজ ভাইসহ আরো অনেকে অভিনয় করবেন। এ ছবিটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জেনেছি। আর বিয়ে করছেন কবে? এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে আঁচল বলেন, এ নিয়ে আমি চিন্তিত না। এটা পরিবারের সিদ্ধান্তে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর