× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুলভূষণ কি আসলেই গুপ্তচর!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ১৪, ২০১৯, বৃহস্পতিবার, ১০:৫১ পূর্বাহ্ন

ভারতের নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব। পাকস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ইরান থেকে অপহরণ করেছে তাকে। পরে পাকিস্তান দাবি করেছে, কুলভূষণ আসলে গুপ্তচর। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আবারো আন্তর্জাতিক আদালতে উঠছে কুলভূষণ যাদবের মামলা। আগামী সপ্তাহেই এ নিয়ে শুনানি হবে। চারদিনের শুনানিতে এই ইস্যুতে ভারত ও পাকিস্তান  যার যার মতো বক্তব্য তুলে ধরবে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুনানি।
প্রথমদিন নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে ভারত। পরদিন পাল্টা বলার সুযোগ দেওয়া হবে পাকিস্তানকে। এটাকে প্রথম রাউন্ডের শুনানি হিসেবে ধরা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
২০ ও ২১ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় রাউন্ডের শুনানি। প্রথম দিন ভারত বক্তব্য পেশ করবে। দ্বিতীয়দিন নিজেদের কথা বলবে পাকিস্তান। কুলভূষণকে গ্রেপ্তারের বিষয়টি ভারতের নজরে আসে ২০১৬ সালে। তারপর থেকে কুলভূষণকে কূটনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে সেই প্রস্তাব বার বার খারিজ করে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত। তারপর আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কুলভূষণের বিরুদ্ধে আদালতের রায় এখনই কার্যকর না করতে বলেছে। আন্তর্জাতিক আদালতের নির্দেশেই কুলভূষণের মা ও স্ত্রী তার সঙ্গে দেখা করার সুযোগ পান। আগামী শুনানিতে  কী হয় এখন তা-ই দেখার পালা। ভারত কি নিজেদের অভিযোগ প্রমাণ করে পারবে কুলভূষণ যাদবকে মুক্ত করতে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সারা ভারতের মতো কুলভূষণের পরিবারও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর