× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

অ্যাসেনসিওর গোলে রিয়ালের জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

চ্যাম্পিয়ানস লীগে শেষ ষোলোর লড়াইয়ে আয়াক্সের বিপক্ষে ২-১ গোলে জয় পয়েছে রিয়াল মাদ্রিদ। আমাস্টারডমের জোহান ক্রুইফ অ্যরিনায় শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ড্রয়ের দিকে এগুচ্ছিল। তবে শেষ বাঁশি বাজার আগে অ্যাসেনসিওর গোলে জয়ে নিয়ে মাঠে ছাড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকে গোলপোস্ট আগলে রেখেছিল স্বাগতিক আয়াক্স। আক্রমণ পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যস্তছিল দুদলের রক্ষণভাগ। এরমধ্যে গোলশূর্ণ্য শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতিতে যাওয়ার আগে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আয়াক্সের। ম্যাচের ৩৭তম মিনিটে দুর্দান্ত হেডে রিয়ালের জাল কাঁপান আর্জেন্টাইন লেগব্যাক টাগলিয়াফিকো। ভিএরআরের সাহায্যে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলে দেখা পায় দুদলই।
ম্যাচের ৬০তম মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজামার গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে আয়াক্সকে সমতায় ফিরতে সময় নিয়েছে মাত্র ১৫মিনিট। হাকিম জিয়েখের গোলে সমতায় ফেরে আয়াক্স। পরে ৭৫ মিনিটে বেনজামার বদলি মার্কো অ্যাসেনসিওকে মাঠে নামান রিয়াল কোচ সোলারি। ম্যাচের ৮৭তম মিনিটে ডেনিয়েল কার্বাহালে পাস থেকে দ্বিতীয়বার আয়াক্সের জাল কাঁপান স্পেনের তারকা উইঙ্গার অ্যাসেনসিও। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর