× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্মৃতি বিক্রি হয় যে বাজারে

রকমারি

অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

ভিয়েতনামের একটি বাজার, নাম ওল্ড ফ্লেমস। আট দশটা বাজারের মতো এখানেও থরে থরে সাজানো জামা, জুতা, ঘড়ি, সুগন্ধী, আয়না, চিড়–নী, বই, কার্ড, চাবির রিংসহ অনেক পণ্য। তবে পার্থক্যটা হচ্ছে এসব পণ্য সবই পুরানো, আর অনেক আবেগের। এসব পণ্য বিক্রি করেন যুবক-যুবতীরা।

এই বাজারে যেসব পণ্য বিক্রি করা হয় সেগুলো প্রেমিক প্রেমিকাদের দেয়া উপহার। কোন কারণে ভালোবাসা শুভ পরিণয় না পেলে, উপহারগুলো হয়ে পড়ে মূল্যহীন। সাবেক প্রেমিক বা প্রেমিকার দেয়া এই উপহারগুলো সাধারণত তারা আর ব্যবহার করে থাকেন না। এই উপহারগুলো ফেলে দেয়ায় অপচয় ও পরিবশে দূষণ রোধেই এই ভিন্নধর্মী বাজার।

এই বাজারের উদ্যোক্তা ডিং থ্যাং। তিনি একজন সমাজকর্মী।
তিনি এই বাজারের ব্যপারে সকলকে আগ্রহী করে তোলেন। আর তারা পণ্যগুলো বিক্রির পর সেই অর্থ রেখে যান একটি বাক্সে। আর এই অর্জিত অর্থ ব্যবহৃত হয় দরিদ্র পরিবারের নব বিবাহিত দম্পতীদের সাবলম্বী করবার উদ্দেশ্যে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর