× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গভবনে আজ ‘ফাগুন হাওয়ায় দেখবেন প্রেসিডেন্ট

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি ৫২’ এর ভাষা আন্দোলনের পরিপূর্ণ প্রতিচ্ছবি। এ চলচ্চিত্রটির প্রদর্শনীর উদ্বোধন করার সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হবে আজ বিকালে বঙ্গভবনে। প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করবেন। এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ। টিটু রহমানের ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
ওয়াল্টন নিবেদিত এ ছবিটির সংলাপ, চিত্রনাট্যও করেছেন তৌকীর আহমেদ। উল্লেখ্য, ছবিটি আজ সারা দেশের ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর