× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘সমকামী’ মন্তব্যের দায়ে ৪ ম্যাচ নিষিদ্ধ গ্যাব্রিয়েল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

 ‘সমকামী’ মন্তব্যের দায়ে ক্যারিবীয় ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েলকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটি খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। নিষেধাজ্ঞার পাশাপাশি গ্যাব্রিয়েলের ম্যাচ ফির ৭৫ শতাংশ  কেটে নিয়েছে আইসিসি সঙ্গে তাকে দেয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আগামী ২০শে ফেব্রুয়ারি বার্বাডোসে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দু’দলের পাঁচ ম্যাচের সিরিজ।
সিরিজের তৃতীয় টেস্টে সেন্ট লুসিয়ায় ক্রিজে ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে ‘সমকামী’ বলে স্লেজিং করেন শ্যানন গ্যাব্রিয়েল। আর রুট উত্তরে বলেন, ‘কাউকে অপমানের জন্য শব্দটা (গে) ব্যবহার করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।’ রুট-গ্যাব্রিয়েলের বিতর্ক ধরা পড়ে স্ট্যাম্প মাইক্রোফোনে। আর বিধি ভঙ্গের দায়ে গ্যাব্রিয়েলকে এমন শাস্তি দিলো আইসিসি। মাঠে অশোভন আচরণের জন্য এর আগেও শাস্তির পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
গেল বছর নভেম্বরে বাংলাদশ সফরে এসে খেলা চলাকালে ক্রিজে টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়ার দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এ ক্যারিবীয় পেসার। আর ২০১৭  সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে সরফরাজ আহমেদকে আক্রমণাত্মক শরীরী ভঙ্গি দেখানোর দায়ে গ্যাব্রিয়েলকে তিন ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। মাঠে অশোভন আচরণের দায়ে গত দুই বছরে আটটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো শ্যানন গ্যাব্রিয়েলের খাতায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর