× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কপিল দেবকে টপকালেন স্টেইন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও ধুঁকছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। ডারবান টেস্টের প্রথম ইনিংসে ২৩৫ রান করেও ৪৪ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে ডেল স্টেইনের পেস তোপে ১৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪ উইকেটের নৈপুণ্যে নতুন উচ্চতার পা রাখেন স্টেইন। টেস্টে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে উঠে আসেন এই অভিজ্ঞ ডানহাতি পেসার। টপকে যান ভারতীয় গ্রেট পেসার কপিল দেবকে (৪৩৪)। স্টেইনের এটি ৯২তম টেস্ট। ৪৩৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডের পাশে বসেন তিনি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গতকাল ৪৯/১ সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। আগেরদিন লাহিরু থিরিমান্নেকে (০) ফেরান স্টেইন। আর ওশাদা ফার্নান্দোকে (১৯) এলবিডব্লিউ করে দ্বিতীয় দিনেও প্রথম ব্রেকথ্রু আনেন তিনি। দলীয় ৯০ রানে ৫ উইকেট হারানোর পর ৪৩ রানের জুটি গড়েন কুশল পেরেরা (৫১) ও ধনাঞ্জয়া ডি সিলভা (২৩)। পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন স্টেইন। নবম উইকেটে ৩২ রান যোগ করেন কাসুন রাজিথা (১২, রানআউট) ও অভিষিক্ত লাসিথ এম্বুলদেনিয়া (২৪)। ২টি করে উইকেট নেন ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা। টস হেরে আগে ব্যাটিং পেয়ে প্রোটিয়াদের লড়াকু সংগ্রহ এনে দেন কুইন্টন ডি কক (৮০)। তেম্বা বাভুমা ৪৭, অধিনায়ক ফাফ ডু প্লেসি ৩৫, কেশব মহারাজ ২৯ রান করেন। আর শ্রীলঙ্কার হয়ে অভিষেকেই ৪ উইকেট নেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো। আরেক পেসার কাসুন রাজিথা পান ৩ উইকেট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর