× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মুশফিকের ‘ডবল সেঞ্চুরি’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার কিউইদের বিপক্ষে ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সামনে ‘২০০’তম ওয়ানডে খেলার মাইলফলক। কিউইদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০তম ওয়ানডে খেলবেন মুশফিক। এর আগে বাংলাদেশের পক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি ওয়ানডে খেলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ডিসেম্বরে ‘২০০’ ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক’শ ম্যাচে অধিনায়কত্ব করার মাইলফলকও তার ঝুলিতে।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের।
এরপর থেকে এখন পর্যন্ত ১৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই টাইগার উইকেটরক্ষক। ৩৭.৭৪ গড়ে ৫ হাজার ৩৫১ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ছয়টি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি করেছেন। গেল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান। সে ম্যাচে ১৪৪ রান করেন, যেটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটিও মুশফিকের দখলে। গত বছর দেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালে মাইলফলক ছুয়েছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর