× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্সেনালের হার, চেলসির জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

ইউয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের প্রথম লেগে বেলারুশ থেকে হার নিয়ে ফিরলো আর্সেনাল। গানারদের বিপক্ষে ১-০ গোলের জয় কুড়ায় বাতে বরিসভ। আর্সেনাল হারলেও জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। প্রিমিয়ার লীগে ম্যানসিটির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্বপ্ন পেছনে ফেলে সুইডেনে গিয়ে জয়ে ফেরে ব্লুরা। সুইডিশ ক্লাব মালমোর মাঠে ২-১ গোলের জয় পায় চেলসি। ম্যাচের ৩০ ও ৫৮ মিনিটে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার রস বার্কলি ও ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুদ। ৮০ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ডেনিশ মিডফিল্ডার আন্দ্রে ক্রিস্টিয়ানসেন। বরিসভের মাঠে ৮৫ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় আর্সেনাল।
প্রতিপক্ষ ডিফেন্ডার আলেক্সান্ডার ফিলিপোভিচকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজে। আগামী ২১শে ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর