× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিটিভিতে ‘পরিবর্তন’ আগামীকাল

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের ৩২তম পর্ব প্রচার হবে আগামীকাল রাত ৮টার বাংলা সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৮টি পরিবেশনা দিয়ে। ফেব্রুয়ারি মাস ভাষার মাস বিধায় বিভিন্ন বিভাগ ও অন্যান্য বিষয়ের সঙ্গে ভাষা আন্দোলন, ভাষাশহীদ, ভাষাবিকৃতি, শহীদ মিনার, প্রভাত ফেরি ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। এবারের পর্বেও জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। সুজন আরিফের সুর ও সংগীতে একটি গান গাইবেন কর্ণিয়া। ২১শে ফেব্রুয়ারি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের কথায় বাসুদেব ঘোষের সুর ও সংগীতে একটি গান গাইবেন ইউসুফ খান, শাহীনা হক, খালেদ মুন্না, রুমানা ইতি, শান্ত ও লাবণ্য। কথা ও সুর অবিকৃত রেখে জাহিদ বাসার পংঙ্কজের সংগীতায়োজনে লালন শাহ্‌র বহুল জনপ্রিয়  গান ‘ধন্য ধন্য বলি তারে’ গাইবে ব্যন্ডদল আনন্দনগর। ভাষা সংগ্রাম, ভাষা শহীদদের নিয়ে গাওয়া জনপ্রিয় তিন গানের অংশ বিশেষের সঙ্গে লিখন রায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন নৃত্যকথার নৃত্যশিল্পীবৃন্দ।
মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন নাট্যাংশ। নাট্যংশগুলোতে অভিনয় করেছেন নিয়মিত শিল্পীবৃন্দ। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর