× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রভুভক্ত কুকুর সন্ধান দিলো চুরি হওয়া গরুর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

হোসেনপুরে চুরি হওয়া গরুর সন্ধান দিয়েছে প্রভুভক্ত এক কুকুর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, চর বিশ্বনাথপুর গ্রামের কৃষক মধু মিয়া (৫৫) এর একটি ষাঁড় গরু ছিল যার আনুমানিক মূল্য ৭০ থেকে ৭৫ হাজার টাকা। তার একটি পোষা কুকুরও রয়েছে। গোয়াল ঘরে গরুটির সাথে তিনি পোষা কুকুরটিকে রাখতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়াল ঘর দেখে এসে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর মধু মিয়ার স্ত্রী খালেদা আক্তার গিয়ে দেখেন, গোয়াল ঘরে ষাঁড় গরুটি নেই।
এছাড়া তাদের পোষা কুকুরটিকেও তিনি খুঁজে পাচ্ছিলেন না। স্বামী-স্ত্রী মিলে অনেক খোঁজাখুঁজির পরও গরুটির কোন খোঁজ পাচ্ছিলেন না তারা। পরে শুক্রবার ভোরের দিকে পোষা কুকুরটি গোয়াল ঘর থেকে উধাও হয়ে যাওয়া গরুটির একটি কান নিয়ে গৃহস্তের বাড়িতে এসে হাজির হয়। গরুটির কান থেকে টপটপ করে তখনো তাজা রক্ত ঝরছিল। পরে কুকুরটি দৌড় দিলে কৃষক মধু মিয়াও কুকুরটিকে অনুসরণ করে পেছনে পেছনে ছুটেন। কুকুরটি এক কসাইয়ের দোকানে গিয়ে হাজির হয়। এতে কৃষক মধু মিয়ার সন্দেহ ঘনীভূত হলে এলাকাবাসীর সহায়তায়
কসাই খোকা মিয়ার দোকান থেকে উদ্ধার করা হয় জবাই করা ষাঁড়ের চামড়া। হোসেনপুরের পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন ও সিদলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিনের সহায়তায় শুক্রবার সকালে জব্দ করা ষাঁড়ের চামড়া ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের হেফাজতে রাখা হয়। চুরি হওয়া গরুর মালিক মধু মিয়া বলেন, আমার গরুটি রাতের আঁধারেই জবাই করে ফেলা হয়েছে, আমি এর সঠিক বিচার চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর