× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের পাশে রেলমন্ত্রী

বাংলারজমিন

পঞ্চগড় প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

 রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, গত নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল বিজয় যারা মেনে নিতে পারেনি তারাই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। ২০১৩-১৪ সালে গণতন্ত্রের নামে গোটা দেশে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামায়াত তারই একটি বহিঃপ্রকাশ এখানে দেখতে পারছি। আজকে সেই অপশক্তি যখন বাংলাদেশের কোথাও সুবিধা করতে পারেনি তারা এ ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে এ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। মন্ত্রী গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাত অনুসারীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও আহতদের সকল ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আহমদিয়াদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এর আগে আহমদনগরে পৌঁছে তিনি সেখানে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি তাহের যুগল বলেন, বিগত ৭০ বছর ধরে আমরা এ এলাকায় শান্তিপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কখনই এ ধরনের আক্রমণের শিকার হইনি। কিন্তু এবার পরিকল্পিতভাবে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে। আহমদনগর জামে মসজিদের ইমাম আব্দুল মতিন এখনো নানা হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সভায় দাবি করেন। উল্লেখ্য, আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবি নিয়ে আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধের পাশাপাশি গত মঙ্গলবার রাতে খতমে নবুয়তসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের অনুসারী ও তৌহিদী জনতা আহমদনগরে আহমদিয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে। উদ্ভূত পরিস্থিতিতে ওই রাতেই প্রশাসন জলসা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর