× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিদ্ধিরগঞ্জের একই পরিবারের ৫ জন নিখোঁজ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাসারী মাদানীনগর নুরবাগ এলাকায় একটি বাড়ি থেকে এক গার্মেন্ট কর্মকর্তার স্ত্রী নিপা (৩০), মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি (৪), ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শ্যালকের ছেলে আজিম (৭) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই গার্মেন্ট কর্মকর্তা জামাল সরদার বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডির সূত্রমতে, জামাল সরদার গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় প্রোডাকশন ম্যানেজার হিসেবে চাকরি করেন। প্রতি সপ্তাহের মতো জামাল সরদার গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে কর্মস্থল থেকে সিদ্ধিরগঞ্জের বাসায় আসেন। এবং  শনিবার ভোর রাতে তিনি কর্মস্থলে চলে যান। যাওয়ার সময় স্ত্রীর হাতে বেতনের ৭০ হাজার টাকা দিয়ে যান। রোববার রাত পৌনে ১০টা থেকে স্ত্রী নিপা বেগমের মোবাইল ফোন বন্ধ পান জামাল। সোমবার সকালে জামাল তার ছোট ভাই খলিলকে ফোন করে তার বাসায় পাঠান।
খলিল বাসায় গিয়ে দেখেন বাসার দরজায় তালা ঝুলানো।  এ খবর পেয়ে জামাল সরদার বাসায় ফিরে আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়ে তাদের কোন সন্ধান পাননি এবং তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান। জামাল সরদার বিষয়টি বি-বাড়িয়া তার শ্বশুর বাড়িতে জানালে তারা রহস্যজনক আচরণ করেন এবং জামালকে পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দেন। এদিকে স্ত্রী কন্যাসহ ৫ জনের নিখোঁজে জামাল সরদার পাগল প্রায়। জামালের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের সানুহার গ্রামে। তার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কাঞ্চনপুর এলাকায়। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম জানান, আমরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে বাদীর শ্বশুরবাড়িতে মোবাইলে যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাদের সহযোগিতামূলক কোন তথ্য দিচ্ছে না। প্রযুক্তির মাধ্যমেও নিখোঁজদের অবস্থান নিশ্চিত হওয়ার তৎপরতা শুরু করা হয়েছে। আশা করি দ্রুতই পজিটিভ কিছু পাওয়া যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর