× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিতে বাম জোটের নিন্দা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ৮টি বাম দল নিয়ে গঠিত ‘বাম গণতান্ত্রিক জোট’। গতকাল বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নবনিযুক্ত সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, শাহ আলম, সাইফুল হকসহ পরিচালনা পরিষদের একাধিক সদস্যের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বাম জোটের শীর্ষস্থানীয় নেতারা জানান, বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশ কোনো রাষ্ট্র কর্তৃক অপর দেশের ওপর হস্তক্ষেপ এবং সামরিক আগ্রাসন ও যুদ্ধকে সমর্থন জানাবে না। ফলে সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, সৌদি আরব ইয়েমেনের ওপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আর সেই ইয়েমেন সীমান্তে মাইন অপসারণের কাজে বাংলাদেশের ১৮০০ সেনাসদস্য প্রেরণ করার কথা বলা হচ্ছে, যা কোনো ক্রমেই দেশের জনগণ অনুমোদন করে না। তারা বলেন, দেশের সংবিধানে স্পষ্ট বলা আছে কোনো দেশের সঙ্গে এরূপ চুক্তি করতে হলে জাতীয় সংসদে তা আলোচনা হওয়ার পরই অনুমোদিত হতে পারে। যদিও বর্তমানে দেশে ভোট ডাকাতির ভুয়া সংসদ বহাল।
তার পরও সরকার উল্লিখিত চুক্তির বিষয়ে জনগণের সমর্থনবিহীন ওই একদলীয় সংসদেও এই চুক্তি উত্থাপন করে কোনো আলোচনা বা অনুমোদন নেয়া হয়নি। ফলে সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তি অসাংবিধানিক এবং জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী। তাই অবিলম্বে এই প্রতিরক্ষা চুক্তি বাতিলের দাবি জানান বাম এই নেতারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর