× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আজ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। এরমধ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজন করেছে  আলোচনা সভা ও দোয়া মাহফিলের। শনিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরিষদের মহাসচিব এম এ রকিব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবীর ওসমানী স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা  জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক, জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী,  ব্যারিস্টার এম আমির উল ইসলাম,  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা  সিএম শফি সামি, প্রফেসর ড. হাসিনুজ্জামান চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট সৈয়দা মাসুদা খাজা। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর