× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ডাকসু নির্বাচন /ভোটকেন্দ্রের সুরাহা নিয়ে গণভোটের প্রস্তাব সাবেকদের

দেশ বিদেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র কোথায় হবে- তার সুরাহা নিয়ে গণভোটের প্রস্তাব করেছে সাবেক শিক্ষার্থীরা। গতকাল মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির ব্যানারে ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি সেই সময় এ সংগঠনেরই ২৫ জন সদস্য আদালতে ডাকসু নির্বাচন চেয়ে রিট করেন। যার প্রেক্ষিতে আদালতের রায়ে আগামী ১১ই মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এর সমন্বয়কারী মওদুদ মিষ্টি। তিনি বলেন, ‘২০১২ সালের ২৬শে ফেব্রুয়ারি ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম।
মাসের পর মাস ধরে চলা কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘদিনের মৃতপ্রায় ডাকসু ইস্যুটিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলাম আমরা। ২০১২ সালে করা রিটের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা উকিল নোটিশ পাঠিয়েছিলাম। সেই নোটিশের জবাব দেয়ার জন্য দুই দফায় সময় বাড়ানো হলেও প্রশাসন তার জবাব দেয়নি। তারপর যখন রিট করা হলো, কয়েক দফা সময় বাড়ানো হলেও তারও জবাব দেয়া হয়নি। স্বৈরাচার কর্তৃপক্ষ তখন পরিবেশের দোহাই দিয়েছিল।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে নিজ হাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের খপ্পরে ঠেলে দিচ্ছে। ভোট নিয়েও শঙ্কার শেষ নেই। আদতে ভোট হবে তো? নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে শিক্ষার্থীদের উচ্ছলতা হতাশায় নিমজ্জিত হবে।’ সংবাদ সম্মেলনে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘রায়ে পুলিশের মহা-পরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে। তাই কোনো অজুহাত দেখিয়ে যেন না বলা হয় যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর