× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘এমন সিদ্ধান্ত আমার একার নয়’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে নব্বই দশকে অডিওতে ডলি সফলতা তুলে নেন ধারাবাহিকভাবে। অডিওর পাশাপাশি প্লেব্যাকেও তার গাওয়া গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর বাইরে স্টেজেও শুরু থেকে এখন পর্যন্ত সমান ব্যস্ত তিনি। বর্তমানেও গানের বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন এ গায়িকা। সব মিলিয়ে কেমন আছেন? উত্তরে ডলি বলেন, ভালো আছি। সময়টা ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যাচ্ছে।
পরিবার ও গান নিয়ে আসলে আমার সময়টা চলে যায়। এই সময়ে ব্যস্ততা কি নিয়ে? ডলি বলেন, স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তবে এটা নতুন বিষয় নয়। আমার ক্যারিয়ারের শুরু থেকেই স্টেজে এরকম ব্যস্ততাই যাচ্ছে। হয়তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মানুষ একটু বেশি জানছে। এখন দেশের বিভিন্ন স্থানে শো করছি। তাছাড়া নতুন গানের কাজও চলছে। এদিকে সম্প্রতি আসিফ আকবরের সঙ্গে ডলি সায়ন্তনির একটি দ্বৈত গান প্রকাশ হয়েছে। ‘ভালোবাসি জানটা’ শিরোনামের এ গানটি প্রকাশ হয়েছে ভিডিওসহ। সামনে আসিফের সঙ্গে আরও কয়েকটি গান আসবে তার। পাশাপাশি নতুন গান করছেন। আর পুরোনো গানগুলো নতুন আয়োজনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডলি তার বাছাইকৃত পুরোনো জনপ্রিয় ১০টি গান ভিডিও আকারে প্রকাশ করবেন।  এরই মধ্যে কয়েকটি গানের কাজও শেষ করেছেন এ শিল্পী। পার্থ মজুমদার, মীর সাব্বিরসহ অনেকেই তার এ গানগুলোর সংগীতায়োজন করছেন। শুধু তাই নয়, নতুন করে এ গানগুলোর ভিডিওতেও দেখা যবে তাকে। এ বিষয়ে ডলি সায়ন্তনি বলেন, সত্যি বলতে এমন সিদ্ধান্ত আমার একার নয়। এর জন্য আসলে আমার পুরো মিউজিশিয়ান টিমকে ধন্যবাদ জানাতে চাই। তাদের পরামর্শ ছিলো বলেই এই কাজটি হাতে নিয়েছি। তাছাড়াও আমার মনে হয়েছে চলতি প্রজন্মের কাছে আমার আগের জনপ্রিয় গানগুলো নতুনভাবে উপস্থাপন করা উচিত। কারণ এখন গানের মাধ্যম বদলেছে। সিডির বদলে ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। এই ধারায় আমার গানগুলো তুলে দিতে চাই। তবে গানগুলো ব্যবসায়িক চিন্তা থেকে করছি না। আমার জনপ্রিয় গানগুলোকে সংরক্ষণ করার চিন্তা থেকেও এমনটা করা। এজন্য গানগুলো আমার নামের ইউটউব চ্যানেল থেকে প্রকাশ করব। এখানে কিছু চমকও থাকবে। আশা করছি শ্রোতা-দর্শক ভালো কিছুই পাবেন এরমধ্যে। এখন সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে? ডলি বলেন, এখন আর আগের মতো অবস্থা নেই। আগে একটি উৎসবে বিভিন্ন শিল্পীর অনেক অনেক গানের অ্যালবাম প্রকাশ হতো। একটা উৎসব উৎসব অবস্থা তৈরি হতো আগে থেকে। শিল্পীরাও অপেক্ষায় থাকতেন উৎসবে নিজেদের নতুন গান প্রকাশের। অন্যদিকে শ্রোতারাও পছন্দের শিল্পীর গানের অ্যালবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এখন তো সিডি নেই। ইউটিউবে গান প্রকাশ হচ্ছে। একটি করে গান ভিডিও আকারে প্রকাশ করাটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। তাছাড়া যেহেতু এখন সিঙ্গেল প্রকাশ হচ্ছে অ্যালবামের পরিবর্তে, তাই সংখ্যায়ও গান কম প্রকাশ হচ্ছে। তবে যদি একটা নিয়মের মধ্যে ডিজিটালি গান প্রকাশটাকে আনা যায় তাহলে হয়তো গানের অবস্থা ভালোর দিকে যাবে। আমি সেই প্রত্যাশাই করবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর