× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

১৪ই এপ্রিল থেকে দীপনের ‘মনের জাদুকর’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

একটি শিশুর মনকে চালিত করে নানা রকমের আবেগ। এই আবেগগুলোকে যদি মানুষের মতো চিত্রায়ণ করা যায়, তাহলে কী হবে? সে রকম একটি ভাবনা থেকেই নির্মিত হচ্ছে দুরন্ত টিভির জন্য শিশুতোষ ধারাবাহিক ‘মনের জাদুকর’। আর এটির মাধ্যমে আবারো টিভির দর্শকরা দেখতে পারবেন জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপনের নাটক। ৬৫ পর্বের এই টিভি সিরিজ নিয়ে তিনি জানান, শিশুদের নিয়ে আমি অনেক কাজ করেছি। সিসিমপুরে প্রায় পাঁচ বছর কাজ করেছি। শিশুদের নিয়ে আমার কাজ করতে ভালোলাগে। তাই এই নাটক নিয়ে আমার আগ্রহ অনেক বেশি। আদরের সোনার টুকরা মনের জাদুকরদের সঙ্গে শুটিং করছি।
দুরন্ত টিভিতে ১৪ই এপ্রিল থেকে ‘মনের জাদুকর’-এর প্রচার শুরু হবে। পাশাপাশি এর মাধ্যমে দীর্ঘদিন পর বেসরকারি টিভি নাটকে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী লাকী ইনাম। এই ধারাবাহিক নাটকে মূল চরিত্র একটি ১০ বছরের শিশু। দুরন্ত টিভির স্বাদ কিন্তু একেবারে আলাদা। কাজের কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এ জন্য এটিতে যুক্ত হলাম। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মতিয়া বানু শুকু। পরিচালক আরো জানান, উত্তরা একটি শুটিং হাউজে এখন নাটকটির দৃশ্য ধারণ হচ্ছে। এরপর মার্চে এফডিসির ইনডোর স্টুডিও টানা শুটিং হবে। এতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দাসহ বেশ কয়েকজন শিশুশিল্পী। উল্লেখ্য, গত দেড় দশকে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। এছাড়া ২০১৭ সালে মুক্তি পায় সেই বছরের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’। এ ছবি মুক্তির পর নির্মাতা হিসেবেও তিনি বেশ প্রশংসা পান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর