× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রোমাঞ্চের ডারবান টেস্ট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

ডারবানে প্রথম টেস্টে রোমাঞ্চ ছাড়চ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার লড়াই। তৃতীয়দিন শেষে শ্রীলঙ্কাকে ৩০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। টেস্টের চতুর্থদিনে দক্ষিণ আফ্রিাকার জয়ের জন্য প্রয়োজন সাত উইকেট। আর লঙ্কানদের প্রয়োজন ২২১ রান। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শুরু করেছিল। তৃতীয়দিনে হাফসেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক। ৬২ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন কক। অভিষিক্ত বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ারের বলে আউট হনে তিনি।
পরে রানের চাকা সচল রাখেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। সেঞ্চুরির পথেই ছিলেন ডু প্লেসি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে ক্যারিয়ারের দশমতম সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান আগেই সাজঘরে ফেরেন ডু প্লেসি। স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ২৫০ রান । কিন্তু  শেষদিকে লঙ্কান বোলাদের তোপের মুখে স্কোরবোর্ডে মাত্র ৯ রান যোগ করতেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন এম্বুলদেনিয়া। চতুর্থ লঙ্কান হিসেবে অভিষেক ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। বিশ্ব ফার্নান্দোর শিকার চার উইকেট।
৩০৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ভাল শুরু এনে দেয় লঙ্কান ওপেনাররা। দলীয় ৪২ রানে ধাক্কা খায় সফরকারীরা। ব্যক্তিগত ২১ রানে কাগিসো রাবাদার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন থিরিমান্নে। পরে স্কোরবোর্ডে দশ রান যোগ করেতে আরো দুই উইকেট হারিয়ে চাপে পরে শ্রীলঙ্কানরা। শুরু চাপটা প্রাথমিক ভাবে সামালদেন ওসাদা ফার্নান্দো ও কুশাল পেরারা। তিন উইকেট হারিয়ে ৮৩ রান তুলো সফরকারীরা। শেষ পর্যন্ত ওসাদা ফার্নান্দো (২৮) ও কুশাল পেরারা (১২) রানে অপরাজিত থেকে তৃতীয়দিন শেষ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর