× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা ঘুরে গেলেন বিশ্ব শুটিংয়ের প্রেসিডেন্ট ও মহাসচিব

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের (আইএসএসএফ) শীর্ষ দুই কর্তাকে ঘিরে অনেক কিছুর প্রত্যাশ করেছিল বাংলাদেশ। আইএসএসএফ প্রেসিডেন্ট ভ্লাদিমির লিসিন এবং মহাসচিব আলেকজান্দার রাতনা এলেন, দেখলেন। কিন্তু বাংলাদেশ শুটিংকে সহযোগিতার সরাসরি কোনো প্রতিশ্রুতি দিলেন না। তবে বাংলাদেশের শুটিংয়ে সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে বাতিল হওয়া শুটিং ডিসিপ্লিনটি ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলেও জানান তারা। গতকাল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে আসেন বিশ্ব শুটিংয়ের এই দুই কর্তা।
সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছেই গুলশানস্থ শুটিং স্পোর্ট ফেডারেশনে যান তারা। শুটিং কমপ্লেক্সের ভবন, রেঞ্জ ঘুরে দেখেন। এরপর বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে সভা শেষে ভ্লাদিমির লিসিন বলেন, ‘এখানে এসে যা দেখলাম, তাতে মনে হলো বাংলাদেশের শুটিংয়ে পৃষ্ঠপোষকতার বড়ই অভাব। তাই আমাদের দিকে না তাকিয়ে উনাদের উচিত পৃষ্ঠপোষক খোঁজা।
আমাদের যতটুকু সহযোগিতা করার তাতো করবোই।’ আন্তর্জাতিক অঙ্গনে কমনওয়েলথ গেমসেই বড় সফলতা এসেছে বাংলাদেশ শুটিংয়ের। কিন্তু ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য গেমসে নেই শুটিং। নিরাপত্তার দোহাই দিয়ে শুটিং ডিসিপ্লিনটি বাদ দিয়েছে কর্তৃপক্ষ। তাই বাংলাদেশের পদকের প্রত্যাশাও নেই গেমসে। তবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শুটিংকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন আইএসএসএফের কর্মকর্তারা। এ নিয়ে ভ্লাদিমির বলেন, ‘আমরা লন্ডন কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। উনাদের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে ওই গেমসে শুটিংকে ফের অন্তর্ভুক্ত করা হয়।’
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘আমরা খুবই কৃতজ্ঞ উনাদের কাছে। সকালে আমি এবং আমার সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বিমানবন্দরে উনাদের স্বাগত জানিয়েছি। উনারা এখান থেকেই দিল্লিতে যাবেন বিশ্বকাপ শুটিংয়ে। আমরা এখন কমনওয়েলথভুক্ত পর্যায়ে রয়েছি। কিন্তু পরবর্তী লেবেলে যেতে হলে আইএসএসএফের সহযোগিতা প্রয়োজন। সেটাই চেয়েছি আমরা। কারণ আমাদের ১০ মিটার রেঞ্জটা খুবই ভালো। আরো ভালো কিছু চেয়েছি।’ মহাসচিব আরো বলেন, ‘আমরা ২০২০ অলিম্পিক গেমসে খেলার জন্য কোটা অর্জন করতে চাই। সে লক্ষ্যে পাঁচটি বিশ্বকাপে খেলবো। ডেনমার্কের কোচ ক্লাভস দু’বছরের চুক্তি শেষ করে এখন সিঙ্গাপুরে যোগ দিয়েছেন। তাই এখনই নতুন কোচের কথা ভাবছি না। বিশ্বকাপে স্থানীয় কোচদের দিয়েই অংশ নেবো।’ শুটিং লীগ নিয়ে অপু বলেন, ‘শুটিং লীগ দিয়ে বছরটা শুরু করার চিন্তাভাবনা করছি। ছয় দলের টিম হবে। প্রত্যেক দলে ছয়জন করে থাকবে। এয়ার পিস্তল ও এয়ার রাইফেলে খেলা হবে। এখানে আইএসএসএফর সাপোর্ট চাচ্ছি না। প্রথম বছরে অনেক সমস্যা থাকবে। আসলে এশিয়ান জোনে আমরাই প্রথম শুটিং লীগ করতে যাচ্ছি। ভ্লাদিমির ও আলেকজান্দার বলেছে, তোমরা যদি ওয়ার্ল্ডকাপের গ্যাপে লীগ করো, তাহলে আমরা আসার চেষ্টা করবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর