× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রিমিয়ার লীগ হকিতে দিলকুশা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

গ্রীনডেল্টা প্রথম বিভাগ হকি লীগে শিরোপা জিতে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হয়েছে দিলকুশা এসসি। প্রথম বিভাগ হকিতে শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারা বজায় রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। পরাজয় তো দূরের কথা- কোনো দলের সঙ্গে ড্র পর্যন্ত করেনি। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে দিলকুশা। ম্যাচে দিলকুশার হৃদয়, পাবন মালিক, মিলন হোসেন ও জাহিদুল ইসলাম রাজন একটি করে গোল করেন। ঢাকা ইউনাইটেডের আরাফাত হোসেন, ইমরান আহমেদ ও সাজ্জাদ হোসেন সিফাত একটি করে গোল করেন। দিলকুশা প্রিমিয়ার উঠলেও অবনমন হয়েছে কোনো পয়েন্ট না পাওয়া বর্ণক সমাজের। লীগে ৩১ গোল করে সেরা গোলদাতা দিলকুশার ভারতীয় পবন মালিক।
শিরোপা জিতে দিলকুশার কোচ হেদায়েতুল ইসলাম রাজীব জানালেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম এবং তা পূর্ণ করেই মাঠ ছেড়েছি। দিলকুশা এখন প্রিমিয়ারের দল। দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠেছি। এবার প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠলাম। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছেন কর্মকর্তারা। খেলার মাঝে কিছু টেনশন থাকলেও আল্লাহর ওপর বিশ্বাস ছিল আমরা জিতবো। সারা ম্যাচেই আমরা এগিয়ে ছিলাম।’ এদিকে সুন্দর খেলা উপহার দেয়ায় খুশি ঢাকা ইউনাইটেডের কর্ণধার সাজেদ এএ আদেল। তার কথায়, ‘দিনটি ওদের ছিল বলে আমরা জিততে পারিনি। ছেলেরা যথাসাধ্য চেষ্টা করেছে। কয়েকটি মিস না হলে ফলাফল অন্যরকম হতে পারতো। যার যার পজিশন থেকে সেরাটা দিতে চেষ্টা করেছে এজন্য আমি তাদের ওপর খুশি। তবে জিততে পারলে আরো বেশি ভালো লাগতো। দিলকুশার জন্য শুভকামনা।’ সমাপনী খেলায় বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত পুরস্কার প্রদান করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর