× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বায়ার্নের নাটকীয় জয়ে দ্রুততম আত্মঘাতী গোল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

জার্মান বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে পরিষ্কার ব্যবধানে পিছিয়ে বায়ার্ন মিউনিখ। শিরোপার স্বপ্ন ধরে রাখতে শুক্রবার অগসবুর্গের বিপক্ষে জয় দরকার ছিল গত টানা ছয়বারের চ্যাম্পিয়নদের। তবে, ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। আর নাটকীয়তায় ভরপুর ম্যাচে লড়াই শেষে জয় নিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখে তারা। শুক্রবার প্রতিপক্ষের মাঠে দুই দুইবার পিছিয়ে শেষে অগসবুর্গকে ৩-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। চলতি বুন্দেসলিগায় ২২ ম্যাচে বায়ার্ন মিউনিখের সংগ্রহ দাঁড়ালো ৪৮ পয়েন্টে। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। অগসবুর্গের মাঠে ম্যাচের ১৩ সেকেন্ডের মাথায় জার্মান মিডফিল্ডার লিয়ন গোরেসকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় অগসবুর্গ।
বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোলের রেকর্ড এটি। তবে, আসরের দ্রুততম গোলের রেকর্ড ধরে রেখেছেন করিম বেলআরাবি ও কেভিন বোল্যান্ড। ২০১৪তে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ৯ সেকেন্ডের মাথায় গোল পান বায়ার লেভারকুসেনের মরক্কান বংশোদ্ভূত জার্মান স্ট্রাইকার করিম বেলআরাবি। আর পরের বছর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ঠিক ৯ সেকেন্ডের মাথায় গোল আদায় করেন স্টুটগার্টের জার্মান ফরোয়ার্ড কেভিন বোল্যান্ড। গোরেসকারটি বুন্দেসলিগার ইতিহাসে অষ্টম দ্রুততম গোল। শুক্রবার ম্যাচে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি জার্মান জায়ান্ট বায়ার্ন। ১৭তম মিনিটে ফরাসি তারকা কিংসলে কোম্যানের গোলে সমতায় ফেরে মিউনিখ জায়ান্টরা। ম্যাচের ২৩ মিনিটে সাউথ কোরিয়ান ফরোয়ার্ড জি ডং-ওনের গোলে ফের এগিয়ে যায় অগসবুর্গ। শেষ ষোলো সাক্ষাতে প্রথমবার বায়ার্নের বিপক্ষে ম্যাচে একের অধিক গোল পেলো অগসবুর্গ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল নিয়ে বায়ার্নকে আবারো সমতায় ফেরান কোম্যান। আর বাভারিয়ানদের হয়ে ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোল করেন অস্ট্রিয়ান মিডফিল্ডার ডেভিড আলাবা। ম্যাচের শেষ দিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এ দিনের জোড়া গোলের নায়ক কিংসলে কোম্যান। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডে লিভারপুলের বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর