× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

ভারতের জম্মু ও কাশ্মীরে দেশটির আধা-সামরিক বাহিনীর ওপর রক্তক্ষয়ী জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহসপতিবার প্রদেশটির পালওয়ামা জেলায় হওয়া ওই হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর ৪৬ সদস্য নিহত হয়েছেন। নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা এই চিঠি পাঠানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো ওই বার্তায় শেখ হাসিনা বলেন, জম্মু ও কাশ্মীরের পালওয়ামা জেলার অবন্তীপুরায় জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল টেলি-কমিউনিকেশন্স ইউনিট (আইটিইউ)র কর্মসূচিতে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছেন।  চিঠিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেকোনো ধরনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান করছে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশের জনগণ ভারতের জনগণ ও সরকারের পাশে রয়েছে।
গত ১৪ই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটি পাঠানো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর