× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমারী প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা

বাংলারজমিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

হাতিয়ায় চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামের (৩৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর ভাই হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার এ ঘটনায় ফরহাদ উদ্দিন ও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা একই গ্রামের বাসিন্দা। মামলার বাদী জানান চর ঈশ্বর ইউনিয়ন পরিষদর সদস্য রাশেদ উদ্দিনের ভাই ফরহাদ উদ্দিন তার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে ওই সময় স্থানীয় প্রভাবশালী একটি মহল সালিশ  বৈঠকে মীমাংসা করে দেয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। এদিকে প্রতিবন্ধীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেয়।
পরে হাতিয়া ডায়াগনস্টিক সেন্টারে ওই প্রতিবন্ধীর আল্ট্রসনোগ্রাম করলে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে চিকিৎসক প্রতিবেদনে উল্লেখ করেন। প্রতিবন্ধীর আরেক ভাই কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার প্রতিবন্ধী বোনের এ সর্বনাশের সঠিক বিচার চাই। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর