× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কমলনগরে মাছ ধরার বাঁধ ধসে ভাই-বোনের মৃত্যু

অনলাইন

লক্ষ্মীপুর প্রতিনিধি
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ১৭, ২০১৯, রবিবার, ১১:৫৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে ভুলূয়া নদীর ওপর প্রভাবশালীদের দেয়া বাঁধ ধসে পড়ে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, হাসনা আক্তার (৯) ও দেড় বছরের মো. হামিদ। শনিবার সন্ধ্যার দিকে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুনানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসনা ও হামিদ চর কাদিরা ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের সন্তান।  

নিহত দুই শিশুর দাদি নুর জাহান বেগম জানান, বাড়ির পাশে ভুলূয়া নদীতে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা মাছ শিকার করে। ওই বাঁধের ওপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় বাঁধ ধসে গিয়ে দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা প্রায় ত্রিশ মিনিট পর দুই ভাই-বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, সন্ধ্যা  পৌনে ৭ টার দিকে পানিতে থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
কমলনগর থানার (ওসি তদন্ত) আলমগীর হোসেন বলেন, কয়েক মিনিট আগে দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা  নেয়া হবে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে যারা মাছ চাষ ও মাছ শিকার করছে বিষয়টি সরেজমিনে গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর