× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

৯০ দিন আগেই...

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

ফাল্গুন ও ভালোবাসা দিবসের পর আবারো তোড়জোড় শুরু হলো নির্মাতা ও অভিনয় শিল্পীদের। একটি দিবস শেষ হওয়ার আগেই আরেকটি দিবসের প্রস্তুতি। যেন দম ফেলার সময় নেই নাটকের কলাকুশলীদের। আর কিছুদিন পরেই পহেলা বৈশাখ। তার পরেই বড় উৎসব ঈদুল ফিতর। ঈদের বাকি এখনো তিন মাসেরও বেশি সময়। অর্থাৎ ৯০ দিন আগেই শুরু হয়ে গেছে ঈদের নাটকের শুটিং। শিল্পীরাও শিডিউল দিচ্ছেন একের পর এক ঈদের নাটকের।
যেসব শিল্পী ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তারা মার্চের মধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ করতে চান বলেও জানা যায়। এপ্রিল মাস থেকে টানা ঈদের জন্য শুটিং করার কথা ভাবছেন তারা। সম্প্রতি টানা দু’সপ্তাহ নেপালে ঈদের নাটকের শুটিং করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ৫ই ফেব্রুয়ারি তিনি নেপালে গিয়েছেন ঈদ নাটকের শুটিংয়ে। সেখানে তিনি দু’সপ্তাহ দুটি সাত পর্বের ধারাবাহিক ও দুটি খণ্ড নাটকের শুটিং করেন। নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাস। সাত পর্বের ধারাবাহিক নাটক দুটি হলো ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’। নাটকগুলো নির্মাণ করেন সকাল আহমেদ। চঞ্চল চৌধুরী বলেন, নেপালের আবহাওয়া এই মুহূর্তে বেশ ভালো। তাই এই সময়ে নাটকগুলোর শুটিং করা হয়েছে। সবাই খুব উচ্ছ্বাস নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস নাটকগুলো দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে। ঈদের জন্য সম্প্রতি টিভি অভিনেতা সজলও পাঁচটি নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান। নাটকগুলো হলো ‘হারিয়ে যাওয়া
বর্ণমালা’, ‘বিকেল কিনে রাখি’, ‘পৃথিবী একবার পায় তারে’, ‘রহস্যজনক, ও ‘বিপন্ন বালিকা’। নাটকগুলো নির্মাণ করেছেন সরদার রোকন। ঈদের নাটকে শুটিং করা নিয়ে এই অভিনেতা বলেন, আমি টিভি ধারাবাহিকে অভিনয় করি না গেল কয়েক বছর। বিশেষ দিবস ও খণ্ড নাটকের শুটিং নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। ঈদের সময় আমাদের প্রতিটি চ্যানেলে সপ্তাহব্যাপী আয়োজন থাকে। এই আয়োজনে সব থেকে বেশি গুরুত্ব থাকে নাটকের দিকে। সংখ্যার দিক থেকেও নাটক অনেক বেশি থাকে। সেই কারণে নির্মাতারা ঈদের কয়েক মাস আগে থেকেই নাটক নির্মাণ শুরু করেছেন। আমি মনে করি, এখন থেকে কাজ করলে চাপও কম থাকবে ঈদের সময়। এই সময়ে টিভি ধারাবাহিকে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। তার হাতে আছে এক ডজনেরও বেশি ধারাবাহিক। এরমধ্যে তিনিও ঈদের নাটকের শুটিং করেছেন বলে জানান। জুয়েল হাসানের পরিচালনায় ‘বউ থেকে সাবধান’ শিরোনামের একটি ঈদের খণ্ড নাটকের শুটিং শেষ করেন গত সপ্তাহে। এটিতে তার বিপরীতে আছেন অভিনেতা আখম হাসান। এছাড়া গতকাল তিনি শেষ করেন ঈদের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং। ধারাবাহিকটি হলো ‘সদা সত্য বলিবো’। এই ধারাবাহিকে নাদিয়াকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে। এটি নির্মাণ করেছেন মুরসালিন শুভ। এদিকে অপূর্ব, আফরান নিশো, জোভান, তৌসিফ আহমেদ, শবনম ফারিয়া, সাফা কবিরসহ অনেকে ঈদের নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর