× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মধ্যপ্রাচ্যে ‘দেবী’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ এবার মুক্তি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আসছে ২১শে ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ ১০টি শহরের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান ও জয়া আহসানের সি-তে সিনেমা প্রযোজিত ছবি ‘দেবী’। মিডিয়া মেজ ছবিটি মধ্যপ্রাচ্যে পরিবেশনার দায়িত্বে রয়েছে। তাদের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে এর আগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র নিয়ে এতটা চাহিদা তৈরি হয়নি। এ বিষয়ে মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষীদের আগ্রহ বেশ। তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত বলেন, আরব আমিরাতের মধ্যে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহর নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবীর ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মলে প্রদর্শিত হবে ‘দেবী’।
এছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শন হবে ছবিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর