× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবার জানায়, রোববার ভোর ৪টার দিকে মমতাজ উদ্দিন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজে ভর্তি করানো হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার প্রথম নামাজে জানাজা বাদ জোহর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ ও দ্বিতীয় জানাজা বাদ আছর মানিক চক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বগুড়ার বর্ষীয়ান এই রাজনীতিবিদ ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন ১৯৭৬ সালে জেলা কমিটির প্রচার সম্পাদক হিসেবে। ১৯৮১ সালে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর থেকেই দলে তার একচ্ছত্র অবস্থানের শুরু। ১৯৯৬ সালের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হয়ে এখন পর্যন্ত টানা ২৩ বছর এই দায়িত্ব পালন করেন। তিনি বগুড়ার একটি দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন। এ ছাড়াও বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কয়েক বার। বগুড়ার ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও তিনি পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মনজু বলেন, তার মৃত্যুতে বগুড়াসহ উত্তরাঞ্চলের নেতাকর্মীরা একজন অভিভাবক হারালো। তিনি তার পরিবারের প্রতি সমাবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর