× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

 সরাইলে ভুয়া ডিবি পুলিশ সেজে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় রবিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটুকি সহ অন্যান্য সরঞ্জাম ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কালিকচ্ছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিকচ্ছ নাথপাড়ার জলফু মিয়ার ছেলে রবিন। সে দীর্ঘদিন ধরে নানা কৌশলে নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) বড় কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনকে জিম্মি করে টাকা পয়সা খাতিয়ে নিচ্ছে। এ কাজে সে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো অবিকল ২ ওয়াকিটকিসহ অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করে আসছে। তার রয়েছে একটি শক্তিশালী গ্রুপ। গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে লোক মারফত পুলিশ রবিনের অভিনব প্রতারণার খবর পায়।
দ্রুত কালিকচ্ছ জলফু মিয়ার বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তায় রবিনের নেতৃত্বে ৩-৪ জন নিজেদের গোয়েন্দা পুলিশের বড় কর্তা পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করাকালে পুলিশ হাজির। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন দৌড়ে পালানোর সময় রবিনকে গ্রেপ্তার করে।
পরে রবিনের প্যান্টের পকেট থেকে পুলিশ ২টি কাল রং-এর ওয়াকিটকি, ২টি ব্যাটারি, ১টি চার্জার ও ১টি এডাপটর জব্দ করে। আরেক পকেটে থাকা ১১টি ইয়াবা ট্যাবলেটও পুলিশ উদ্ধার করে। এ রবিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকসহ দুটি মামলা করেছে। এর আগেও সরাইল থানায় রবিনের বিরুদ্ধে আরো ৩টি মাদকের মামলা রয়েছে।
গতকাল রবিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক রবিনের দলে আরো অনেক সদস্য রয়েছে। সরাইলের বাহিরে অন্য থানায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে। আমরা সব কিছু তদন্ত করে দেখছি। মাদকসেবী ও ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর