× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মেঘনা নদী থেকে ১৫ জলদস্যু আটক

বাংলারজমিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৫ জলদস্যুকে আটক করেছে নৌ পুলিশ।  রোববার সন্ধ্যায় জেলার কমলনগরের মতির হাট চরগাজী এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র (দুটি রামদা, ২০ টি বাঁশ) উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুটি ইঞ্জিন চালিত নৌকা। আটককৃতরা সবাই বরিশাল জেলার উলানিয়া, পাতারহাট ও মেহেদীগঞ্জের বাসিন্দা বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন, বেলাল হাওলাদার, হিরন ব্যাপারী, দুলাল হোসেন, সোহাগ মাঝি, রিপন সরদার, মামুন বয়াতি, মো. ইউনুছ, জাহাঙ্গীর মাইনতা, মোহাম্মদ আলী, তাহের শেখ, আব্দুর রহিম মাঝি, মামুন পলোয়ান, আনোয়ার মাঝি, আলমগীর হোসেন ও রিপন শেখ। মজু চৌধুরী ঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাস্মদ ইব্রাহীম জানান, কতিপয় লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল  এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা সবাই জলদস্যু দাবি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর