× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিগ ব্যাশ শিরোপা জিতলো সাকিবের সাবেক দল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

ফাইনালে ছিল ডার্বির উত্তেজনা। আর ম্যাচ শেষে শিরোপা ঘরে তুললো সাকিব আল হাসানের সাবেক দল মেলবোর্ন রেনেগেডস। ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লীগের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে তারা ১৩ রানে হারায় মেলবোর্ন স্টারসকে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে ১৪৫/৫ সংগ্রহ নিয়ে থামে রেনেগেডসের ইনিংস। জবাবে ১৩২/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে মেলবোর্ন স্টারস। তবে এক সময় ম্যাচ স্টারসের মুঠোয়ই ছিল। ওপেনিং জুটিতে ১২.৫ ওভারে স্কোর বোর্ডে ৯৩ রান জমা করেন মেলবোর্ন স্টারসের দুই অজি ওপেনার বেন ডাঙ্ক ও মার্কাস স্টোইনিস। এতে শিরোপা জিততে ফাইনালের শেষ ৪৩ বলে স্টারসের দরকার ছিল ৫৩ রানের।
কিন্তু পরের ১৯ রানে সাত উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেলবোর্ন স্টারস। ডাঙ্ক ৫৭ ও স্টোইনিস করেন ৩৯ রান। আট নম্বরে ব্যাট হাতে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম জ্যাম্পা। তবে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন স্টারসের ৬ ব্যাটসম্যান। বল হাতে দুটি করে উইকেট নেন রেনেগেডসের ক্রিস্টিয়ান, বয়েস ও ট্রিমেইন। ডকল্যান্ড স্টেডিয়ামে টসে জিতে মেলবোর্ন রেনেগেডসকে ব্যাটিংয়ে পাঠান স্টারস অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। আর ১০.২তম ওভার শেষে ৬৫/৫ সংগ্রহ নিয়ে চাপে পড়ে তার দল। তবে অষ্টম উইকেটে টম কুপার (৪৩) ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের (৩৮) অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় রেনেগেডস। আটবারের বিগ ব্যাশ আসরে এটি মেলবোর্ন রেনেগেডসের প্রথম শিরোপা।
বিগ ব্যাশের ২০১৫ সালের আসরে  মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেবার রেনেগেডসের হয়ে সাকিবের ব্যাট থেকে আসে ৩৮ রান। বল হাতে চার ম্যাচে ৭ উইকেট নেন সাকিব। সেরা নৈপুণ্য ১৩ রানে চার উইকেট। চার ম্যাচের পূর্ণ ১৬ ওভারের স্পেলে সাকিবের ইকোনমি গড় ছিল মাত্র ৬.০৬।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর