× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা লীগের উত্তাপহীন ড্রাফট আজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

জাতীয় দলের তারকা ক্রিকেটাররা নিউজিল্যান্ডে সফরে। ঢাকা প্রিমিয়ার লীগের ২০১৯ মৌসুমের প্লেয়ার ড্রাফট হবে আজ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের লটারির মধ্যমে দলে ভেড়াবে দলগুলো। ১২টি দল এই ড্রাফটে অংশ নেবে। এর মধ্যে প্রথম বিভাগ থেকে আসা নতুন দল উত্তরা ও বিকেএসপিও থাকবে। অবশ্য নিয়ম মেনে আগের আসরে দলে থাকা তিনজন করে ক্রিকেটার ধরে রেখেছে ক্লাবগুলো। এর মধ্যে অন্যতম নাম মাশরাফি বিন মুর্তজা। আবাহনীর হয়ে এবারও খেলবেন তিনি।
ড্রাফটে থাকা ক্রিকেটারদের ৭টি ক্যাটাগরিতে ভাগ করে মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে জাতীয় দলের ক্রিকেটাররা দেশে না থাকায় এই ড্রাফট হবে অনেকটাই উত্তাপহীন। এমনকি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লীগেও পড়বে এর প্রভাব। বলা চলে অনেকটাই জৌলুসহীন লীগ মাঠে গড়াবে তারকা ক্রিকেটারদের ছাড়া। এ কথা স্বীকারও করে নিয়েছেন লীগের অন্যতম দল আবাহনীর কোচ ও সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘ভালো প্লেয়ার না খেললে তো একটু রং হারায়। এটাও আবার পার্ট অব ক্রিকেট। আপনাকে এটা মানতেই হবে। জাতীয় দলের প্লেয়ারদের জন্য যদি বসে থাকেন তাহলে ঢাকা লীগ হবে না আসলে। আমাদের সিজন তো খুব অল্প সময়ের। ক্রিকেটাররা নিউজিল্যান্ড থেকে আসার পর যদি লীগ শুরু করা হয় তাহলে তো লীগ শেষ হবে না। সিসিডিএমের জন্যও রাইট টাইম।’
তবে তারকা ক্রিকেটাররা না থাকায় তরুণ ও নতুনদের জন্য সুযোগও মনে করেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘এটা সারা বিশ্বেই হয়, ইন্ডিয়ান প্লেয়াররা কয়টা তাদের রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পায়। জৌলুস কমলেও আমি মনে করি নতুন কিছু প্লেয়ার সুযোগ পাবে, এটাও একটা বড় দিক। যারা সুযোগ পাচ্ছে তাদের জন্য নিজেদের প্রমাণ করারও সুযোগ।’ আজকের ড্রাফটে তার দল আবাহনী নিয়ে বলেন, ড্রাফট নির্ভর করে ভাগ্যের ওপর। আপনি কয় নম্বর কল পান সেটার ওপর। মোসাদ্দেক, শান্ত আর মাশরাফি তো আছে। বিদেশি প্লেয়ার একটা আসবে। তারপর দেখব আমাদের যেসব জায়গায় প্রয়োজন, সেটা আমরা যতটুক পারি ড্রাফট থেকে নেয়ার চেষ্টা করব, যদি লাক ফেভার করে।’
এছাড়ও মাশরাফির বিন মুর্তজার লীগে খেলা নিয়েও আছে প্রশ্ন। কারণ সামনেই বিশ্বকাপ তার আগেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। তাই ওয়ানডে দলের অধিনায়কের খেলা অনেকটাই ঝুঁকি মনে করেন। এ নিয়ে সুজন বলেন, ‘অবশ্যই আমার মনে হয় প্রিমিয়ার লীগে প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়। মাশরাফি সবসময় প্রতিযোগিতা নিতে পছন্দ করে। ওর জন্য তো অবশ্যই প্রয়োজনীয়। তবে যতটুকু ওকে ব্রেক দিয়ে খেলানো যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের বিশ্বকাপও অনেক গুরুত্বপূর্ণ। মাশরাফি যতটুকু খেলে সিনসিয়ারলি খেলে। ওর ১০ তারিখ পর্যন্ত একটা ব্রেক আছে, আমরা সেটা জানিও। সে যদি আবাহনীর দুই-তিনটা ম্যাচ মিস করে, তারপর মাশরাফি আবাহনীর জন্য অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো দারুণ একটা খেলোয়াড়। তার নেতৃত্বে আবাহনী গতবারের চ্যাম্পিয়ন। অবশ্যই মাশরাফির জন্য ইম্পোরটেন্ট, একই সঙ্গে আবাহনীর জন্যও ইম্পোরটেন্ট।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর