× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজ মাঠে রিয়ালের হার, খলনায়ক রামোস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতে এবার নিজ মাঠেই হারের লজ্জায় ডুবলো রিয়াল মাদ্রিদ। গতকাল সান্টিয়াগো বার্নাবুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় কুড়ায় পয়েন্ট তালিকার তলানির দিকের দল জিরোনা। আর রিয়ালের হারে খলনায়ক অধিনায়ক সার্জিও রামোস। তার হ্যান্ডবল থেকেই পেনাল্টি পেয়ে সমতায় ফেরে জিরোনা। আর ৯০ মিনিটের মাথায় ওভারহেড কিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ স্পর্শ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন রামোস। ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করে রিয়াল। নিজের আগের ম্যাচেই হলুদ কার্ড বিতর্কে জড়ান রামোস। আয়াক্স আমস্টারডামের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখার অভিযোগ ওঠে।
আসরে নিজের তৃতীয় হলুদ কার্ডে দ্বিতীয় লেগে নিষিদ্ধ হন রামোস। বলা হয়, কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞা মুক্ত হতেই এমন কাজ করেন রিয়ালের স্প্যানিয়ার্ড সেন্টারব্যাক। জিরোনার বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে দলকে লিড এনে দেন কাসেমিরো। টনি ক্রুসের ক্রস থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৬৫ মিনিটে ডি-বক্সে হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেন রামোস। আর স্পটকিক থেকে জিরোনাকে ম্যাচে ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি। এরপর জিরোনার ক্রিস্টিয়ান পোর্তুর শট রিয়ালের গোলবার কাঁপিয়ে দেয়। জিরোনার জয়সূচক গোল করেন স্প্যানিয়ার্ড মিডফিল্ডার পোর্তুই। ম্যাচের ৭৫ মিনিটে মেক্সিকান উইঙ্গার হার্ভিং লোজানোর শট ফিরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতোয়ার। ফিরতি বলে রিয়ালের ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলোর ভুলে হেডে গোল আদায় করেন পোর্তু। গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে রিয়াল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর