× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টানা পাঁচ জয় ঢাকা আবাহনীর

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

বসুন্ধরার কাছে হোঁচট খাওয়ার পর টানা জিতে চলেছে ঢাকা আবাহনী। এই ধারাবাহিকতায় গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট দুটি সানডে সিজুবা এক গোল করেন। অপর গোলটি হয়েছে আত্মঘাতী। এ জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলো ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলেই দুই নাম্বারে বসুন্ধরা কিংস।
এদিন ম্যাচের ১১ মিনিটে ওয়ালীর ক্রসে উড়ে আসা বলে হেড করেন বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা সানডে সিজুবা। ব্রাদার্সের গোলকিপার সুজন চৌধুরী পাঞ্চ করে ফিরিয়ে দেন।
কিন্তু সেই বল বিপদসীমানা থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন উত্তর রায় (১-০)। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন হাইতির ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্ট। বাঁ প্রান্ত দিয়ে থ্রো করেন রায়হান। উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে বল কোনাকোনি জালে জড়িয়ে দেন তিনি (২-০)। সতীর্থদের দিয়ে গোল করালেও ম্যাচে গোলদাতাদের পাশে নাম লেখাতে উদগ্রীব হয়ে পড়েন আবাহনীর সানডে সিজুবা। বার বার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলন না তিনি। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসে ম্যাচের এই নায়কের। ৪২ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের শট শুয়ে পড়ে ফিরিয়ে দেন ব্রাদার্সের গোলকিপার সুজন। কিন্তু ফিরতি শটে ফাঁকা বার পেয়ে বল ঠেলে জালে জড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড (৩-০)। ৫৭ মিনিটে আবাহনীকে আরও এগিয়ে দেন হাইতিয়ান বেলফোর্ট (৪-০)। ম্যাচের শেষ দিকে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু তার নেয়া শট ব্রাদার্সের পোস্টে লেগে ফিরে এলে হতাশ হন এই হাইতিয়ান। শেষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর