× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

টেস্টে বিকল্প হতে পারেন মোসাদ্দেক /মিঠুনকে নিয়ে শঙ্কা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

নিউজিল্যান্ডে টানা দ্বিতীয় ফিফটি হাঁকানোর পথেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে মোহাম্মদ মিঠুনের। ব্যক্তিগত ৪৩ রান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিফটিতে পৌঁছান এই ব্যাটসম্যান। বলতে গেলে দুই ম্যাচেই তার ব্যাটের কল্যাণে বিপর্যয় এড়ায় বাংলাদেশ দল। কিন্তু সেই মিঠুনই এখন শেষ ওয়ানডেতে শঙ্কায়। এমনকি টেস্টে তার খেলা হবে কিনা তা নিয়েও রয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে মুশফিকুর রহীমের ইনজুরির কথাও। যদিও এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মিঠুনকে নিয়ে শঙ্কার কিছুটা আভাস পাওয়া গেছে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীর কথাতে।
দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আসলে আমিও শুনেছি। কিন্তু সেখান থেকে (নিউজিল্যান্ড) অফিসিয়াল কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। যদিও শুনেছি দ্বিতীয় ওয়ানডের পরই তার স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু পরে এ নিয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আর মুশফিকের বিষয়েও কিছু জানিনা।’
অন্যদিকে জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও এই সংবাদ নিয়ে চিন্তিত। মিঠুন ও মুশফিকের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত করে কোনো কিছুই শুনিনি। মিঠুনের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে সেটা জানি কিন্তু কোন গ্রেডের ইনজুরি সেটা জানিনা। আসলে নিউজিল্যান্ড থেকে অফিসিয়াল কোন বার্তা আমাদের জন্য আসেনি। তাই বিস্তারিত বলতে পারবো না।’ শেষ পর্যন্ত যদি মিঠুন এই সফর থেকে ছিটকে পড়েন তাহলে তার বিকল্প কে হবেন? এ বিষয়ে বাশার বলেন, ‘শেষ পর্যন্ত কি হবে জানিনা। তবে যতটা শুনেছি যদি মিঠুন খেলতেই না পারে তাহলে সৌম্য সরকার থাকবে সেখানেই। আর এখান থেকে মোসাদ্দেক হোসেন  সৈকতকে পাঠানো হতে পারে। তবে এখন পর্যন্ত কোনটাই চূড়ান্ত নয়। তাই নিশ্চিত করে বলার কিছু নেই।’
শেষ পর্যন্ত মিঠুন ছিটকে পড়লে টেস্টের জন্য বিকল্প কে? ইমরুল কায়েসের আর কোনো সম্ভাবনা নেই নিউজিল্যান্ড সিরিজে ফেরার। তাই মোসাদ্দেকেরই সম্ভাবনা বেশি। এই তরুণ দীর্ঘদিন ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে। দুবাইয়ে এশিয়া কাপে দলে ফিরলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। মূলত ইনজুরি (চোখে ইনফেকশন) ও স্ত্রীর মামলার কারণে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ারে ছন্দপতন ঘটে। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির চারদিনের ম্যাচে উজ্জ্বল রেকর্ড তার। মাত্র ৩৬ ম্যাচে করেছেন ২৯৯৩ রান। হাঁকিয়েছেন ১১ সেঞ্চুরি ও একই সমান ফিফটি। আছে সর্বোচ্চ ২৮২ রানের ইনিংসও। বলার অপেক্ষা রাখেনা তিনি নির্বাচকদের অন্যতম পছন্দ হতে পারেন। তবে এবার তিনি আছেন ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীতে। ড্রাফটের নিয়ম অনুসারে  আবাহনী আগের আসরে খেলা তিন ক্রিকেটারকে রেখে দিয়েছে। এর মধ্যে আছেন মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক ও নাজমুল হোসেন শান্ত। বলার অপেক্ষা রাখেনা আবাহনীর জন্য মোসাদ্দেক ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর