× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা ব্যবসায়ী কারাগারে

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের এক আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত পরিদর্শক মো. দিদারুল আলম জানান, শনিবার দুপুরে পুলিশের কাছে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন, যাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আদালতের নির্দেশ পেয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, সন্ধ্যা ৭টার দিকে ১০২ জন আসামি কারাগারে পৌঁছেন। এক প্রশ্নের জবাবে জেল সুপার বলেন, জেলকোডের বিধান মতে অন্যান্য সাধারণ আসামিদের মতোই জেলে থাকবেন আত্মসমর্পণকারী আাসামিরা।


উল্লেখ্য, শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা ব্যবসায়ী ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৩০টি দেশীয় পিস্তল জমা দেয়।
পরে তিনটা বাসে করে তাদের কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর