× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নির্বাচিত হলে নগর অ্যাপস করা হবে- মেয়র প্রার্থী আতিক

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হলে নগর অ্যাপস করে অটোমেশনের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচিত হলে নগর অ্যাপসের ব্যবস্থা করবো।

কেননা এখন সবার হাতে মোবাইল ফোন। বিএনপি আমলে যে ফোন ছিল লাখ টাকা সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক হাজার টাকায় পাওয়া যায়। এই ফোন দিয়ে আপনারা যেমন সেলফি তোলেন ঠিক তেমনি কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে, কোথাও অনিয়ম দেখলে কষ্ট করে ছবি তুলে নগর অ্যাপসে পাঠাবেন। আমি কথা দিচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে আমি সমস্যা সমাধান করবো। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জীবনে সততার সঙ্গে চলার শিক্ষা বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমার বাবা ১৯৬১ সালে রিটায়ার্ড করেছেন।
আমরা ১১ ভাইবোন, আমি সবার ছোট। আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছেন আমাদের। বালিশের তলায় জামা রেখে দিতেন, যাতে ইস্ত্রি করতে না হয়। আজকে সেখান থেকে আমি এই অবস্থানে এসে পৌঁছেছি। আমি যে সততা জানি, আপনাদের সঙ্গে নিয়ে একটা সুন্দর নগর গড়বো। তিনি বলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব ধরনের সার্টিফিকেট অটোমেশনের মাধ্যমে অনলাইনে দেয়া হবে। আতিকুল ইসলাম বলেন, নগরপিতার কাছে মানুষ চায় ফুটপাত দখলমুক্ত ঢাকা শহর, নতুন প্রজন্ম চায় খেলার মাঠ, বোনেরা চায় নিরাপদ বাস, প্রবণীরা চায় উন্মুক্ত আধুনিক পার্ক।

এগুলো আমি মনে করি তাদের দাবি নয়, সেগুলো তাদের অধিকার। বিজিএমইএ সাবেক সভাপতি বলেন, আমি বলে কিছু নেই, আমরা মিলে সবাই। আমারা যদি একসঙ্গে হই তাহলে অবশ্যই একটি সুন্দর নগর উপহার দিতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মেয়র প্রার্থী আতিক আরো বলেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নাই। নৌকার গিয়ার একটাই ফ্রন্ট গিয়ার। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেয়ার ঘোষণা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, যেখানেই যাই সেখানে মেয়র প্রার্থী আতিকের প্রশংসা শুনি। সবাই বলছেন তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের যোগ্য উত্তরসূরি হতে পারবেন। তিনি বলেন, জনগণ এখন উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে।

নৌকার প্রার্থী আতিকুল ইসলামের বিজয় নিয়ে তাই ভাবনার কোনো কারণ নেই। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতি সন্ত্রাস ও দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সরকারের মধ্যে সরকার গঠন করে তারা কমিশন বাণিজ্য করতো। কৃষকলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর