× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বইমেলায় গল্প সংকলন ‘রাণী মৌমাছির দল’

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০১৯, সোমবার, ১:৩৮ পূর্বাহ্ন

১২ জন নবীণ লেখিকার গল্প নিয়ে এবারের একুশের গ্রন্থমেলায় এসেছে গল্প সংকলন ‘রাণী মৌমাছির দল’। বইটি সম্পাদনা করেছেন আদনীন কুয়াশা, তিনি সাম্প্রতিক কালের একজন গুণী গল্পকার। বইটিতে মোট বারটি গল্প আছে। প্রতিটি গল্পে সমাজের বিভিন্নস্তরে মেয়েদের অবস্থান নিয়ে বিষদ বর্ণনা রয়েছে। চমৎকার লেখনীতে জীবনের বিভিন্ন গল্প চিত্রিত হয়েছে বইটিতে।

বইয়ের লেখিকারা হলেন- শানজানা আলম, আদনীন কুয়াশা, তাহমিনা জাফর কল্পনা,  মৌরি মুস্তারি, তামান্না জেনিফার, নাসরিন আক্তার তুহিনসহ আরো কয়েকজন। এছাড়াও সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব তামান্না সেতু এবং গল্পকার নাসিমা আনিসের দু’টি গল্পও বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

একজন লেখিকা শানজানা আলম বলেন, ‘রানী মৌমাছির দল’ একটি স্বপ্নের নাম, একঝাঁক লেখিকার স্বপ্ন বইটিতে স্থান পেয়েছে। এটি প্রকাশিত হয়েছে পাললিক  সৌরভ প্রকাশনী থেকে।
এবারের অমর একুশে গ্র্রন্থমেলার ৩৮৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর