× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রান্সে পুরস্কৃত ‘কমলা রকেট’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

এবার প্যারিস জয় করলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নূর ইমরান মিঠুর পরিচালিত ছবি ‘কমলা রকেট’। ফ্রান্সে সদ্য সমাপ্ত  দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসব (ফেস্টিভ্যাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড)-এর ষষ্ট আসরে ছবিটি প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয়। খবরটি নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালট্যান্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন। গত ১২ই ফেবব্রুয়ারি ফ্রান্সের সবচেয়ে বনেদি শহর প্যারিসে বসেছিল উপমহাদেশের বেশকিছু আলোচিত ছবি নিয়ে চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড’ এর ৬ষ্ঠ আসর। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস ছিল এশিয়ার তরুণ নির্মাতাদের ছবি! যেখানে ছবি নিয়ে হাজির হতে দেখা যায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের তরুণ নির্মাতারা। উৎসবে উপস্থিত ছিলেন তারকা অভিনেতা ও নির্মাতারাও। বিভিন্ন সময় অতিথি হিসেবে দেখা গেছে বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন, সাবিহা সুমার, আরশাদ খান ও হার্দিক মেহতাসহ অনেককে। ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের জুরিরা।
উৎসবে হাজির না হলেও প্রধান পুরস্কার (জুরি প্রাইজ) বাগিয়ে নেন বাংলাদেশের তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু। প্রতিযোগিতা বিভাগে ‘কমলা রকেট’সহ ছিল মোট ৭টি ছবি। এরমধ্যে ছিল ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের ছবি ‘মুক্কাবাজ’, কর্ম তাকাপার ‘রালাং রোড’, হার্দিক মেহতার ‘রাউন্ড ফিগার’, নিকোলাস জোলের ‘সংঘর্ষ, দ্য টাইম অব দ্য ফাইট’, পাকিস্তানি নির্মাতা আরশাদ খানের ‘আবু : ফাদার’ এবং সাবিহা সুমারের ‘আজমাইশ: জার্নি থ্রো দ্য সাবকন্টিনেন্ট’। ‘কমলা রকেট’-এর প্রধান পুরস্কার বাগিয়ে নেয়া ছাড়াও এই উৎসবে ‘পাব্লিক প্রাইজ’ জিতে নেয় ভারতীয় ছবি ‘রাউন্ড ফিগার’। ছবিটির নির্মাতা হার্দিক মেহতা। ‘ফাদার’ এর জন্য ‘স্টুডেন্ট জুরি প্রাইজ’ জিতে নেয় পাকিস্তানের আরশাদ খান। এদিকে প্রধান পুরস্কার অর্জন ছাড়াও ‘কমলা রকেট’ এর প্রশংসা করে উৎসবের শেষ দিনে কথা বলেছেন জুরিরা। শুধু তাই নয়, চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে ছবিটি নিয়ে ছাপা হয়েছে একটি রিভিউ। ল্য মনতেন নামের একজন ‘কমলা রকেট’ এর রিভিউটি লিখেছেন। যেখানে সমাজের বাস্তব চিত্র প্রতীকীভাবে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ছবিটির নির্মাণশৈলীতেও মুগ্ধতার কথা জানানো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর