× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আমি আমার মতোই চলবো’

বিনোদন

এন আই বুলবুল
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনার দ্বিতীয় উপন্যাস ‘তারা’। একটি মেয়ের গল্প নিয়ে উপন্যাসটি লিখেছেন এই অভিনেত্রী। বইটি প্রকাশ করেছে ‘তাম্রলিপি’। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বইয়ের প্রচ্ছদের ছবি প্রকাশ করেন ভাবনা। সহশিল্পী ও ভক্তদের কাছ থেকে শুভেচ্ছাও পাচ্ছেন তিনি। ভাবনা বলেন, আমার দ্বিতীয় উপন্যাস এটি। একটি মেয়ের জীবনের গল্প এখানে পাওয়া যাবে। মেয়েটির নাম তারা।
আমি বিশ্বাস করি, আমাদের সমাজে তারার মতো অনেক মেয়ে আছে। অভিনেত্রী ভাবনার লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। গেল গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। পাঠক মহলে এটি বেশ সমাদৃত হয়। পরে এটি দিয়ে ভাবনা তৈরি করেন টেলিছবি। সেটিও দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়। এদিকে এবারের ভালোবাসা দিবসের প্রথম প্রহরে প্রেম নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এ পর্দাকন্যা। দীর্ঘদিন ধরে শোবিজে গুঞ্জন রয়েছে নির্মাতা অনিমেষ আইচ ও ভাবনা প্রেম করছেন। কিন্তু তাদের দুজনের কেউ প্রকাশ্যে এটি স্বীকার করেননি। অবশেষে দুজনেই একবাক্যে স্বীকার করলেন, তারা এখন এক অন্যের ভালোবাসার মানুষ। একসঙ্গে দুজন পাড়ি দিতে চান বহু দূরের পথ। একসঙ্গে কাটিয়ে দিতে চান জীবনের পরবর্তী সময়। ভাবনা বলেন, আমরা একে অন্যকে ভালোবাসি। ওর সবচেয়ে বড় যে গুণটা আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে অনেক বিশাল মনের মানুষ ও। আমার সঙ্গে অসম্ভব আন্তরিক। সবকিছু এত সুন্দরভাবে আগলে রাখে, যেমনটা আমি চাই। চাপা স্বভাবের এই মানুষটি মুখ ফুটে কিছু বলে না, তবে তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয়, আমার প্রতি তার ভালোবাসার ব্যাপকতা কত বেশি। ভাবনা বরাবরই অন্যদের থেকে ব্যতিক্রম। ফ্যাশন থেকে শুরু করে সব কিছুতে তিনি অনেক আধুনিক। নিজের সম্পর্কে কি ভাবেন এই গ্ল্যামারগার্ল? এই প্রশ্নের উত্তরে তার ভাষ্য, আমি ক্যারিয়ারের শুরু থেকে নিজস্ব স্টাইলে চলতে পছন্দ করি। অনেকে আমার পোশাক নিয়ে সমালোচনা করেন। সম্প্রতি দেশের বাইরে গিয়েছি। সেখানকার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছি। সেগুলো নিয়েও অনেকে সমালোচনা করেছেন। সমালোচনায় নিজেকে গুটিয়ে নেয়ার মতো মেয়ে আমি নই। আমি আমার মতোই চলবো। এদিকে এই অভিনেত্রীর হাতে এখন তিনটি ধারাবাহিক নাটক রয়েছে। এরমধ্যে দুটি ধারাবাহিকই বাংলাভিশনে প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটি হলো এস এ হক অলীকের ‘জায়গীর মাস্টার’ ও রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’। এ ছাড়া খুব শিগগিরই নাগরিক টিভিতে প্রচারে আসবে তার অভিনীত ‘জোসনাময়ী’ শিরোনামের একটি ধারাবাহিক। এটি পরিচালনায় আছেন অনিমেষ আইচ। এটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ভাবনা। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। টিভি নাটকের অনেক অভিনেত্রী এই সময়ে চলচ্চিত্রে কাজ করছেন। অনেকে আবার চলচ্চিত্রে নিয়মিত হওয়ার জন্যও বেশ দৌড়ঝাঁপ করছেন। কিন্তু ভাবনাকে একটি ছবির পর এখনো নতুন চলচ্চিত্রে না দেখা যাওয়ার কারণ কি? এ প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, আমি চাইলেই চলচ্চিত্রে অভিনয় করতে পারি। কিন্তু করছি না। না করার কয়েকটি কারণ রয়েছে। আমি ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি করার আগেও অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করা হয়নি। এখনো আমি ছবির প্রস্তাব পাই। তবে আমি যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছি তেমন পাচ্ছি না। আমি এমন একটা চরিত্রে অভিনয় করতে চাই যেটি দর্শকরা সব সময় মনে রাখবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর